২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ঘটনার আঁচ বিজেপি শাসিত অসম-ত্রিপুরায়, সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর মসজিদে

মাসুদ আলি
  • আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 76

পুবের কলম ওয়েবডেস্ক : বাংলাদেশের অশান্তি রুখতে হাসিনা সরকার যে তৎপরতা দেখিয়েছে তার  প্রশংসা করেছেন অনেকেই।তবে এই অশান্তির আঁচে রুটি সেঁকতে চেষ্টার ত্রুটি করছেনা গেরুয়া পার্টি। অনেকের অভিযোগ বিজেপিকে ফায়দা করে দিতে ময়দানে নেমে পড়েছে বজরং দল, আরএসএস, ভারতসেবাশ্রম সংঘ সহ কট্টর গেরুয়া দল ও সংগঠন গুলি। তারা অসম ও ত্রিপুরায় পাল্টা হিংসার আশ্রয় নিয়ে দেশের সংখ্যালঘু মনে আতঙ্ক ছড়াতে চাইছে। অসমে মেরে মাথা ফাটানো হয়েছে জাবির আহমেদ বারোভূঁইঞা নাম এই যুবকের।

জাবির বলেন, আরএসএস ও বজরং দল বাইক মিছিল করছিল। সেই মিছিল থেকেই তার মাথায়  কাঁচের বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি ঘটে শিলচরের ডেপুটি কমিশনের অফিসের কাছে। এই হিংসার ঘটনায় শিলচর পুলিশ থানায় এফআইআর দায়ের করেন জাবির।

আরও পড়ুন: বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গিয়েছে বিশ্বহিন্দুপরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ , ভারত সেবাশ্রম সংঘ ও আরএসএসের লোকেরা মুসলিমদের বিরুদ্ধে স্লোগান দেয়। বারবার তারা মিছিল থেকে জয় শ্রী রাম স্লোগানও দেয়।অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল জিপি সিং কাছাড় পুলিশ সুপার রমনদীপ কৌরকে অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়

এআইইউডিএফ  বিধায়ক তথা মুখপাত্র করিমুদ্দিন বারোভূঁঞা বলেন, শিলচরে বজরংদল ও ভিএইচপির মিছিল থেকে  বোতল ছুড়ে একজন তরুণের মাথা ফাটানো হয়েছে, সে খবর আমরা পেয়েছি। আমি বরাক উপত্যকার সমস্ত  মানুষকে বলব, শান্ত থাকুন, এলাকার শান্তি বজায় রাখুন।

আরও পড়ুন: ত্রিপুরায় দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ধান খেতে মিলল শিশুর নিথর দেহ

বিজেপি শাসিত অসমের মতই, বিজেপি শাসিত ত্রিপুরাতেও হিংসার ঘটনা ঘটেছে। বাংলাদেশের হিংসার ঘটনার পাল্টা হিসাবে বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত এলাকায় পরিকল্পিত হামলা হয়েছে। জানা গিয়েছে কিছু মুসলিমের বাড়ি এবং সীমান্ত লাগোয়া কিছু মসজিদে ভাঙচুর করা হয়। এসআইও এবং সিভিল সোসাইটি এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

কৃষ্ণনগর জামা মসজিদেশ হামলার খবর প্রকাশিত হয়েছে ত্রিপুরা ইনফোওয়ে ওয়েব সাইটে। সিসিটিভিতে দেখা গিয়েছে কিভাবে বজরং দলের লোকেরা ভাঙচুর চালিয়েছে মসজিদে। ভেঙে ফেলা হয় মসজিদের জানালার কাঁচ।ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত মাণিক্য এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘বাংলাদেশে যা ঘটেছে তার পালটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এদেশের সংখ্যালঘুদের ওপর হামলা অবশ্যই নিন্দনীয়। মনে রাখবেন দুটো ভুল কাজ   দিয়ে কখনই একটা ঠিক কাজ হতে পারে না। আমি রাজ্যের সকলের কাছে শান্তি  বজায় রাখার আহবান জানাচ্ছি।’ 

আরও খবর পড়ুনঃ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের ঘটনার আঁচ বিজেপি শাসিত অসম-ত্রিপুরায়, সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর মসজিদে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : বাংলাদেশের অশান্তি রুখতে হাসিনা সরকার যে তৎপরতা দেখিয়েছে তার  প্রশংসা করেছেন অনেকেই।তবে এই অশান্তির আঁচে রুটি সেঁকতে চেষ্টার ত্রুটি করছেনা গেরুয়া পার্টি। অনেকের অভিযোগ বিজেপিকে ফায়দা করে দিতে ময়দানে নেমে পড়েছে বজরং দল, আরএসএস, ভারতসেবাশ্রম সংঘ সহ কট্টর গেরুয়া দল ও সংগঠন গুলি। তারা অসম ও ত্রিপুরায় পাল্টা হিংসার আশ্রয় নিয়ে দেশের সংখ্যালঘু মনে আতঙ্ক ছড়াতে চাইছে। অসমে মেরে মাথা ফাটানো হয়েছে জাবির আহমেদ বারোভূঁইঞা নাম এই যুবকের।

জাবির বলেন, আরএসএস ও বজরং দল বাইক মিছিল করছিল। সেই মিছিল থেকেই তার মাথায়  কাঁচের বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি ঘটে শিলচরের ডেপুটি কমিশনের অফিসের কাছে। এই হিংসার ঘটনায় শিলচর পুলিশ থানায় এফআইআর দায়ের করেন জাবির।

আরও পড়ুন: বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গিয়েছে বিশ্বহিন্দুপরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ , ভারত সেবাশ্রম সংঘ ও আরএসএসের লোকেরা মুসলিমদের বিরুদ্ধে স্লোগান দেয়। বারবার তারা মিছিল থেকে জয় শ্রী রাম স্লোগানও দেয়।অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল জিপি সিং কাছাড় পুলিশ সুপার রমনদীপ কৌরকে অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়

এআইইউডিএফ  বিধায়ক তথা মুখপাত্র করিমুদ্দিন বারোভূঁঞা বলেন, শিলচরে বজরংদল ও ভিএইচপির মিছিল থেকে  বোতল ছুড়ে একজন তরুণের মাথা ফাটানো হয়েছে, সে খবর আমরা পেয়েছি। আমি বরাক উপত্যকার সমস্ত  মানুষকে বলব, শান্ত থাকুন, এলাকার শান্তি বজায় রাখুন।

আরও পড়ুন: ত্রিপুরায় দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ধান খেতে মিলল শিশুর নিথর দেহ

বিজেপি শাসিত অসমের মতই, বিজেপি শাসিত ত্রিপুরাতেও হিংসার ঘটনা ঘটেছে। বাংলাদেশের হিংসার ঘটনার পাল্টা হিসাবে বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত এলাকায় পরিকল্পিত হামলা হয়েছে। জানা গিয়েছে কিছু মুসলিমের বাড়ি এবং সীমান্ত লাগোয়া কিছু মসজিদে ভাঙচুর করা হয়। এসআইও এবং সিভিল সোসাইটি এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

কৃষ্ণনগর জামা মসজিদেশ হামলার খবর প্রকাশিত হয়েছে ত্রিপুরা ইনফোওয়ে ওয়েব সাইটে। সিসিটিভিতে দেখা গিয়েছে কিভাবে বজরং দলের লোকেরা ভাঙচুর চালিয়েছে মসজিদে। ভেঙে ফেলা হয় মসজিদের জানালার কাঁচ।ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত মাণিক্য এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘বাংলাদেশে যা ঘটেছে তার পালটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এদেশের সংখ্যালঘুদের ওপর হামলা অবশ্যই নিন্দনীয়। মনে রাখবেন দুটো ভুল কাজ   দিয়ে কখনই একটা ঠিক কাজ হতে পারে না। আমি রাজ্যের সকলের কাছে শান্তি  বজায় রাখার আহবান জানাচ্ছি।’ 

আরও খবর পড়ুনঃ