০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চবর্ণের হাতে লাঞ্ছিত, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী দলিত তরুণ, গ্রেফতার চার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 7

 

 

আরও পড়ুন: দলিত পড়ুয়াকে দিয়ে পরিষ্কার করানো হল সেফটিক ট্যাঙ্ক, গ্রেফতার প্রিন্সিপ্যাল

 পুবের কলম ওয়েবডেস্ক:   উচ্চবর্ণের হাতে লাঞ্ছিত হওয়ার পর আত্মহত্যার পথ বেছে নেন ২৫ বছর বয়সী  তরুণ উদয় কিরণ।  তবে ওই দলিত যুবককে হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শনিবার তালুকের বাইরাকুরের কাছে পেটন্দলাহল্লি গ্রামের চারজনকে গ্রেপ্তার করেছে নাঙ্গালি পুলিশ । জানা গিয়েছে এই মামলায় গ্রেফতার  করা হয়েছে। রাজু, শিবরাজ, গোপালকৃষ্ণপ্পা এবং মুনিভেঙ্কটপ্পাকে ।  নাঙ্গালি পুলিশ গ্রেফতার হওয়া ওই  চারজনের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ -এর অধীনে একটি মামলা দায়ের করেছে। জেলা সুপার ডি দেবরাজ বলেছেন, “শনিবার পলাতক চার অভিযুক্তকে গ্রেফতার  করা হয়েছে। তদন্তে  কোনরকম গাফিলতি  হবেনা বলেও জানিয়েছেন তিনি।   কিন্তু কি কারণে আত্মহত্যা  করতে বাধ্য হলেন ওই তরুণ। পুলিশ জানিয়েছে ঘটনার সূত্রপাত ৩০ নভেম্বর। একটি টু হুইলারে ছিলেন উদয় এবং তার বন্ধু। পেছনেই দুটি  বাইকে ছিল অভি্যুক্তরা। দলিত উদয় কেন বাইকের গতি বাড়িয়ে উচ্চবর্ণের যুবকদের অতিক্রম করে গিয়েছেন এই ছিল তাঁর অপরাধ। এরপর উদয়কে বাইক থেকে নামিয়ে ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় মোবাইল  ফোনও।

আরও পড়ুন: ২৮ বছর বয়সেই জীবন শেষ, আত্মহত্যা জনপ্রিয় পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলির

 

আরও পড়ুন: মাথায় গুলি করে আত্মহত্যা মার্কিন ধনকুবের টমাসের

এরপর নিজের বাইক এবং মোবাইল ফোন ফেরত চান অভিযুক্তদের কাছ থেকে। তখন তাঁকে পেটল্যান্ডহল্লির রাচেকাট্টে একটি গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। তাকে দলিত বলে গালিগালাজও করা হয় এমনটাই অভিযোগ। এই অপমান  সহ্য করতে নাপেরে বাড়ি ফিরে আত্মহত্যার পথ বেছে নেন ওই দলিত তরুণ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চবর্ণের হাতে লাঞ্ছিত, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী দলিত তরুণ, গ্রেফতার চার

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: দলিত পড়ুয়াকে দিয়ে পরিষ্কার করানো হল সেফটিক ট্যাঙ্ক, গ্রেফতার প্রিন্সিপ্যাল

 পুবের কলম ওয়েবডেস্ক:   উচ্চবর্ণের হাতে লাঞ্ছিত হওয়ার পর আত্মহত্যার পথ বেছে নেন ২৫ বছর বয়সী  তরুণ উদয় কিরণ।  তবে ওই দলিত যুবককে হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শনিবার তালুকের বাইরাকুরের কাছে পেটন্দলাহল্লি গ্রামের চারজনকে গ্রেপ্তার করেছে নাঙ্গালি পুলিশ । জানা গিয়েছে এই মামলায় গ্রেফতার  করা হয়েছে। রাজু, শিবরাজ, গোপালকৃষ্ণপ্পা এবং মুনিভেঙ্কটপ্পাকে ।  নাঙ্গালি পুলিশ গ্রেফতার হওয়া ওই  চারজনের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ -এর অধীনে একটি মামলা দায়ের করেছে। জেলা সুপার ডি দেবরাজ বলেছেন, “শনিবার পলাতক চার অভিযুক্তকে গ্রেফতার  করা হয়েছে। তদন্তে  কোনরকম গাফিলতি  হবেনা বলেও জানিয়েছেন তিনি।   কিন্তু কি কারণে আত্মহত্যা  করতে বাধ্য হলেন ওই তরুণ। পুলিশ জানিয়েছে ঘটনার সূত্রপাত ৩০ নভেম্বর। একটি টু হুইলারে ছিলেন উদয় এবং তার বন্ধু। পেছনেই দুটি  বাইকে ছিল অভি্যুক্তরা। দলিত উদয় কেন বাইকের গতি বাড়িয়ে উচ্চবর্ণের যুবকদের অতিক্রম করে গিয়েছেন এই ছিল তাঁর অপরাধ। এরপর উদয়কে বাইক থেকে নামিয়ে ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় মোবাইল  ফোনও।

আরও পড়ুন: ২৮ বছর বয়সেই জীবন শেষ, আত্মহত্যা জনপ্রিয় পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলির

 

আরও পড়ুন: মাথায় গুলি করে আত্মহত্যা মার্কিন ধনকুবের টমাসের

এরপর নিজের বাইক এবং মোবাইল ফোন ফেরত চান অভিযুক্তদের কাছ থেকে। তখন তাঁকে পেটল্যান্ডহল্লির রাচেকাট্টে একটি গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। তাকে দলিত বলে গালিগালাজও করা হয় এমনটাই অভিযোগ। এই অপমান  সহ্য করতে নাপেরে বাড়ি ফিরে আত্মহত্যার পথ বেছে নেন ওই দলিত তরুণ।