২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্জাবের ভাটিন্ডা সেনা ছাউনিতে চলল গুলি, নিহত কমপক্ষে ৪

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 65

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের ভাটিন্ডা সেনা ছাউনিতে চলল গুলি। বুধবারের এই ঘটনায় চার সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেনার দক্ষিণ-পশ্চিম কম্যান্ডের তরফে বিবৃতিতে প্রকাশ করে জানানো হয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। কুইক রেসপন্স টিম তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী যোগ নেই বলেই জানানো হয়েছে।

 

আরও পড়ুন: প্রয়াত হলেন দেশভাগের একমাত্র সাক্ষী রাম কৃষণ সিং

ভাটিন্ডার এসএসপি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কোনও অনুপ্রবেশ ঘটেনি। গুলি চালনার ঘটনা কোনও জঙ্গি হামলা নয়। এদিকে, গুলি চালানার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। চলছে চিরুনী তল্লাশি।

আরও পড়ুন: অমৃতসরে বিষাক্ত মদ খেয়ে ১৭ জনের মৃত্যু

প্রসঙ্গত, কয়েকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে না একটি ইনসাস রাইফেল ও ২৮ রাউন্ড গুলি।গুলি করার পিছনের কারণ ও সূত্র খুঁজে পেতে তদন্ত জারি রয়েছে পঞ্জাব পুলিশের।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ভাটিন্ডা সেনা ছাউনির ভিতরে ভোর সাড়ে ৪ টার দিকে গুলি চলে। সঙ্গে সঙ্গে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ভাটিন্ডা সেনা ছাউনিতে গোলাগুলির ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আর কোনও ব্যক্তি জখম হননি। পঞ্জাব পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্জাবের ভাটিন্ডা সেনা ছাউনিতে চলল গুলি, নিহত কমপক্ষে ৪

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের ভাটিন্ডা সেনা ছাউনিতে চলল গুলি। বুধবারের এই ঘটনায় চার সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেনার দক্ষিণ-পশ্চিম কম্যান্ডের তরফে বিবৃতিতে প্রকাশ করে জানানো হয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। কুইক রেসপন্স টিম তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী যোগ নেই বলেই জানানো হয়েছে।

 

আরও পড়ুন: প্রয়াত হলেন দেশভাগের একমাত্র সাক্ষী রাম কৃষণ সিং

ভাটিন্ডার এসএসপি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কোনও অনুপ্রবেশ ঘটেনি। গুলি চালনার ঘটনা কোনও জঙ্গি হামলা নয়। এদিকে, গুলি চালানার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। চলছে চিরুনী তল্লাশি।

আরও পড়ুন: অমৃতসরে বিষাক্ত মদ খেয়ে ১৭ জনের মৃত্যু

প্রসঙ্গত, কয়েকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে না একটি ইনসাস রাইফেল ও ২৮ রাউন্ড গুলি।গুলি করার পিছনের কারণ ও সূত্র খুঁজে পেতে তদন্ত জারি রয়েছে পঞ্জাব পুলিশের।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ভাটিন্ডা সেনা ছাউনির ভিতরে ভোর সাড়ে ৪ টার দিকে গুলি চলে। সঙ্গে সঙ্গে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ভাটিন্ডা সেনা ছাউনিতে গোলাগুলির ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আর কোনও ব্যক্তি জখম হননি। পঞ্জাব পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করা হচ্ছে।