বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত
- আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
- / 123
পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বকাপ খেলতে এসে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দুই সদস্য। বৃহস্পতিবার সকালে ক্যাফেতে যাওয়ার পথে বাইকে চেপে এক যুবক তাঁদের অশালীনভাবে স্পর্শ করে পালিয়ে যায় বলে অভিযোগ। আতঙ্কিত দুই ক্রিকেটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ডিভাইসের মাধ্যমে এসওএস সিগন্যাল পাঠান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেন ও পুলিশে খবর দেন।
পরে পুলিশের তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ইন্দোরে এমন লজ্জাজনক ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা বলেন, এটি শুধু অস্ট্রেলিয়ান দলের প্রতি অপমান নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।











































