০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ইলিশ রফতানি বাড়ানো আর উচিত হবে না; বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 26

ভারতে ইলিশ রফতানি বাড়ানো আর উচিত হবে না এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতে ইলিশ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। অন্য বছরের তুলনায় এবছর বেশি ইলিশ রফতানি করা হয়েছে দেশটির পক্ষ থেকে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে খবর। প্রায় ১ হাজার ৩৫২ টন ইলিশ রফতানি হয়েছে। আর আয় হয়েছে অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি। তা সত্বেও ভারতে ইলিশ রফতানি আর বাড়ানো উচিত হবে না বলেই জানিয়েছেন বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে রেজাউল ক‌রিম ব‌লেন, ‘এবার বাণিজ্যিকভাবে শুধু ভারতেই ইলিশ রফতানি করা হ‌য়ে‌ছে। তা ছাড়া এ বছর অন্য কয়েকটি দেশে ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইলিশ রফতানি আর বাড়ানো উচিত হবে না।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

তিনি বলেন, দেশে মোট উৎপাদিত মাছের প্রায় ১২ দশমিক ২২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। জিডিপি-তে এর অবদান শতকরা ১ ভাগ। প্রায় ৬ লাখ মানুষ ইলিশ আহরণে সরাসরি এবং ২০ থেকে ২৫ লাখ মানুষ ইলিশ পরিবহণ, বিক্রয়, জাল ও নৌকা তৈরী, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রফতানি প্রভৃতি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

ইলিশের প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ থাকবে। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা দেয়া হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে ইলিশ রফতানি বাড়ানো আর উচিত হবে না; বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

ভারতে ইলিশ রফতানি বাড়ানো আর উচিত হবে না এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতে ইলিশ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। অন্য বছরের তুলনায় এবছর বেশি ইলিশ রফতানি করা হয়েছে দেশটির পক্ষ থেকে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে খবর। প্রায় ১ হাজার ৩৫২ টন ইলিশ রফতানি হয়েছে। আর আয় হয়েছে অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি। তা সত্বেও ভারতে ইলিশ রফতানি আর বাড়ানো উচিত হবে না বলেই জানিয়েছেন বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে রেজাউল ক‌রিম ব‌লেন, ‘এবার বাণিজ্যিকভাবে শুধু ভারতেই ইলিশ রফতানি করা হ‌য়ে‌ছে। তা ছাড়া এ বছর অন্য কয়েকটি দেশে ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইলিশ রফতানি আর বাড়ানো উচিত হবে না।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

তিনি বলেন, দেশে মোট উৎপাদিত মাছের প্রায় ১২ দশমিক ২২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। জিডিপি-তে এর অবদান শতকরা ১ ভাগ। প্রায় ৬ লাখ মানুষ ইলিশ আহরণে সরাসরি এবং ২০ থেকে ২৫ লাখ মানুষ ইলিশ পরিবহণ, বিক্রয়, জাল ও নৌকা তৈরী, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রফতানি প্রভৃতি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

ইলিশের প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ থাকবে। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা দেয়া হবে।