অবৈধ নির্মাণের অভিযোগে ইন্দোরের বেলেশ্বর মন্দির গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে

- আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে এবার ইন্দোরের বেলেশ্বর মন্দিরের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলল স্থানীয় প্রশাসন। সোমবার সকাল থেকে পাঁচটি বুলডোজ়ার দিয়ে মন্দিরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছিল বলেই খবর। এলাকার বাসিন্দারা এসে যাতে প্রশাসনের কাজে বাধা সৃষ্টি না করেন, তার জন্য চারটি থানার পুলিশ আধিকারিকেরা মন্দিরের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। উপস্থিত রয়েছেন জেলাশাসকও।
উল্লেখ্য,ইন্দোরের বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। মন্দিরের ভিতরে একটি প্রাচীন কুয়ো রয়েছে। কিন্তু পরে সেই কুয়োর উপরে একটি পাটাতন তৈরি করা হয়। তার উপরেই দাঁড়িয়েছিলেন অনেকে। ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু ভক্ত। মৃত্যু হয় ৩৬ জনের। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তের পরে জানা যায়, প্রায় ৪০ বছর আগে এই পাটাতন তৈরি হয়েছিল। গতবছরই স্থানীয় প্রশাসন জানিয়েছিল, এই ছাউনিটি বিপজ্জনক হয়ে উঠেছে। অবিলম্বে সেটি ভেঙে ফেলা উচিত। কিন্তু ট্রাস্টি সদস্যদের বিরোধিতায় তা সম্ভব হয়নি। তবে সোমবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে ভেঙে দেওয়া মন্দিরের একাংশ।
প্রসঙ্গত, মন্দিরের ভিতরের কুয়োর ছাউনি বহু বছর আগে তৈরি। চারটি লোহার জালি এবং কংক্রিটের পাতলা স্তর দিয়ে তৈরি ওই ছাউনি শক্তপোক্ত ছিল না বলেই জানা গেছে। রাম নবমী উপলক্ষে আরতি দেখতে আসা আগত ভক্তরা এ-ও জানতেন না যে, তাঁদের পায়ের নীচে একটি আস্ত গভীর কূপ রয়েছে।