২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু, উদ্ধারকার্যে নামাতে হল নৌকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 34

 

 

আরও পড়ুন: দুর্ঘটনার জের, বেঙ্গালুরু থেকে সরছে একাধিক ম্যাচ

পুবের কলম ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু। প্লাবিত হয়েছে বহু এলাকা। আক্ষরিক অর্থেই যেন বৃষ্টি ধ্বংসলীলা চালিয়েছে কর্নাটকের এই রাজধানী শহরে। স্থানীয় বাসিন্দাদের প্লাবিত এলাকাগুলি থেকে উদ্ধার করার জন্য শেষ পর্যন্ত নৌকা নামাতে হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বেলান্দুর, সারজাপুরা রোড, হোয়াইটফিল্ড, আউটার রিং রোড এবং বিইএমএল লেআউট।
প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু, উদ্ধারকার্যে নামাতে হল নৌকা

আরও পড়ুন: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন উপ মুখ্যমন্ত্রী ডি শিবকুমার

সারজাপুর রোডের রেনবো ড্রাইভ লেআউট এবং সানি ব্রুকস লেআউটের  মতো এলাকা এতটাই প্লাবিত হয়ে যায় যে পড়ুয়া এবং অফিসযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ট্রাক্টর এবং নৌকা ব্যবহার করতে  হয়েছিল। বেশ কিছু আইটি অফিসও জলের তলায় চলে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।  আউটার রিং রোড এলাকাও বিপর্যস্ত।এই এলাকাটি আবার বেঙ্গালুরুর উপকন্ঠে আইটি পার্কের সঙ্গে সংযুক্ত।  ফলে আইটি সেক্টরে যারা কাজ করেন সেই অফিসযাত্রীরা চরম অসুবিধার সন্মুখীন হন। ইকো সেপ্সের কাছে ওআরআর বেলান্দুরে বৃষ্টির জল ড্রেন থেকে উপচে রাস্তা ভাসিয়ে দেয়।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি, মৃত ৩

প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু, উদ্ধারকার্যে নামাতে হল নৌকা

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই  সংবাদসংস্থা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব প্লাবিত রাস্তা থেকে জল নিষ্কাশনের জন্য তিনি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।  ৯ সেপ্টেম্বর পর্যন্ত কর্নাটকে  ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুমভবন।  বেঙ্গালুরু, উপকূলীয় কর্নাটকের তিনটি জেলা এবং রাজ্যের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে কোডাগু, শিবমোগা, উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, উডুপি এবং চিকমাগালুর জেলাগুলিতে  হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী চারদিন বিদার, কালাবুর্গী, বিজয়পুরা, গদগ, ধারওয়াদ, হাভেরি এবং দাভানাগেরে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু, উদ্ধারকার্যে নামাতে হল নৌকা

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: দুর্ঘটনার জের, বেঙ্গালুরু থেকে সরছে একাধিক ম্যাচ

পুবের কলম ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু। প্লাবিত হয়েছে বহু এলাকা। আক্ষরিক অর্থেই যেন বৃষ্টি ধ্বংসলীলা চালিয়েছে কর্নাটকের এই রাজধানী শহরে। স্থানীয় বাসিন্দাদের প্লাবিত এলাকাগুলি থেকে উদ্ধার করার জন্য শেষ পর্যন্ত নৌকা নামাতে হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বেলান্দুর, সারজাপুরা রোড, হোয়াইটফিল্ড, আউটার রিং রোড এবং বিইএমএল লেআউট।
প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু, উদ্ধারকার্যে নামাতে হল নৌকা

আরও পড়ুন: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন উপ মুখ্যমন্ত্রী ডি শিবকুমার

সারজাপুর রোডের রেনবো ড্রাইভ লেআউট এবং সানি ব্রুকস লেআউটের  মতো এলাকা এতটাই প্লাবিত হয়ে যায় যে পড়ুয়া এবং অফিসযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ট্রাক্টর এবং নৌকা ব্যবহার করতে  হয়েছিল। বেশ কিছু আইটি অফিসও জলের তলায় চলে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।  আউটার রিং রোড এলাকাও বিপর্যস্ত।এই এলাকাটি আবার বেঙ্গালুরুর উপকন্ঠে আইটি পার্কের সঙ্গে সংযুক্ত।  ফলে আইটি সেক্টরে যারা কাজ করেন সেই অফিসযাত্রীরা চরম অসুবিধার সন্মুখীন হন। ইকো সেপ্সের কাছে ওআরআর বেলান্দুরে বৃষ্টির জল ড্রেন থেকে উপচে রাস্তা ভাসিয়ে দেয়।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি, মৃত ৩

প্রবল বৃষ্টিতে  বিপর্যস্ত বেঙ্গালুরু, উদ্ধারকার্যে নামাতে হল নৌকা

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই  সংবাদসংস্থা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব প্লাবিত রাস্তা থেকে জল নিষ্কাশনের জন্য তিনি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।  ৯ সেপ্টেম্বর পর্যন্ত কর্নাটকে  ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুমভবন।  বেঙ্গালুরু, উপকূলীয় কর্নাটকের তিনটি জেলা এবং রাজ্যের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে কোডাগু, শিবমোগা, উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, উডুপি এবং চিকমাগালুর জেলাগুলিতে  হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী চারদিন বিদার, কালাবুর্গী, বিজয়পুরা, গদগ, ধারওয়াদ, হাভেরি এবং দাভানাগেরে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।