দুবাইয়ে আটক ‘বিগ বস’ খ্যাত আবদু রোজিক

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 219
পুবের কলম,ওয়েবডেস্ক: চুরির অভিযোগ! দুবাই বিমানবন্দরে আটক বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। ‘ছোটা ভাইজান’ নামে পরিচিতি পাওয়া এই গায়ক ও ইনফ্লুয়েনসারের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে তার টিম।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই প্রথমবার নয়, ২০২৪ সালেও একবার রোজিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে দাবি করা হয়েছে সে মামলায় তাকে অভিযুক্ত হিসেবে সমন পাঠানো হয়নি।
তবে কে এই আবদু রোজিক? কেনই তাঁকে নিয়ে এত কৌতূহল অনুরাগীদের?
তাজিকিস্তানে জন্ম নেওয়া ২১ আবদু রোজিকের জীবনটাই আগাগোড়া খুব কষ্টের। ছোটবেলায় দুরারোগ্যে আক্রান্ত হয়ে থেমে যায় তার উচ্চতা। পরিবারকে সামলাতে খুব অল্প বয়সেই রাস্তায় গান গেয়ে জীবিকা শুরু করেন তিনি। এরপর একদিন সোশ্যাল মিডিয়ায় একটি “বুর্গির” ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান। এই ভাবেই শুরু হয় তার পথযাত্রা। এখন শোবিজের দুনিয়ায় রীতিমতো রাজ করছেন তিনি।
বর্তমানে দুবাইয়ে কোটিপতি, বড় বড় তারকাদের বন্ধু। সালমান খানের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক। ভারতের ‘বিগ বস ১৬’-এ এসে তিনি ভারতীয় দর্শকদের হৃদয় জিতে নেন। তাঁর মিষ্টি ব্যবহার, মজার ভিডিয়ো, আর সালমানের সঙ্গে দারুণ কেমিস্ট্রি তাঁকে রাতারাতি সুপারস্টার বানিয়ে তোলে।
গায়ক হিসেবেও জনপ্রিয় রোজিক। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার। ২০২২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতাদের।