পাটনা, ১২ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর কুর্শি ধরে রাখলেন নীতীশ কুমার। বিহারে আস্থা ভোটে জয়ী হলেন নীতীশ। সোমবার বিহারে আস্থা ভোটে নীতীশদের পক্ষে পড়েছে ১২৯ ভোট। ফলে নীতীশের পক্ষেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ হয়েছে। এনডিএর সঙ্গে মিলে নীতীশ ফের একবার মুখ্যমন্ত্রী পদেই থাকছেন। এদিন নীতীশ কুমার বলেন, ‘আমি ওঁদের (আরজেডি) সম্মান দিয়েছিলাম, তবে দুঃখ পেয়েছি, যখন জানতে পেরেছি, ওঁদের দুর্নীতিগুলো। আমি সবটার তদন্ত করব। টাকা আয় করছেন ওঁরা।’ বিহারে লালু-রাবড়ীর সরকারের তুমুল সমালোচনা করে তিনি বলেন, আরজেডির আমলে বিহারে সবচেয়ে বেশি মুসলিমদের কথা বলা হয়েছে আর সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে। আস্থা ভোটে জয়ী হওয়ার পরই ‘ইন্ডিয়া’ জোটের সমালোচনা করে নীতীশ কুমার বলেন, ‘সকলকে এক করতে চেয়েছিলাম, শেষে কী হল দেখুন। আমি আমার পুরনো জায়গায় এসেছি, আর জায়গা বদল করব না।’
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিহারে আস্থা ভোটে জয়ী এনডিএ, আরজেডিকে তোপ দাগলেন নীতীশ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- 129
সর্বধিক পাঠিত






























