০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

Bihar SIR-এ কোনও অসঙ্গতি পেলেই, পুরো প্রক্রিয়া বাতিল হবে: Supreme Court

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 551

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারের ভোটার তালিকার বিশেষ  বিশেষ পরিমার্জনের   (Bihar SIR)-এর কাজে কোনও বেআইনি পদ্ধতি ধরা পড়লে, গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধু তাই নয়্‌ সংশ্লিষ্ট মামলার চূড়ান্ত রায় গোটা দেশব্যাপী কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

 

আরও পড়ুন: ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের কড়াকড়ি ছাড়িয়ে সুবিচার, মন্তব্য সুপ্রিম কোর্টের

জমা পড়েনি চার্জশিট, Pahalgam ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত জামিনে মুক্ত

আরও পড়ুন: ফৌজদারি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত (Bihar SIR hearing) এদিন সাফ জানায়,  নির্বাচন কমিশন যদি (Bihar SIR) বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া।   এই মামলায় আগামী ৭ অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে: মনরেগা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের, স্বস্তি রাজ্যের

আজ শুনানি (Bihar SIR hearing)) চলাকালীন  বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, ‘নির্বাচন কমিশন (EC) একটি সংবিধান স্বীকৃত সংস্থা।  আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য সকল নিয়ম মেনেই চলবে এবং  পুর্ণাঙ্গ বিষয়টি নিয়ম মেনেই চলছে। তবে ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপির দেখা মিলে  তাহলে গোটা SIR  বাতিল করে দেওয়া হবে।  তবে আপাতত বিহারে এসআইআরে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Bihar SIR-এ কোনও অসঙ্গতি পেলেই, পুরো প্রক্রিয়া বাতিল হবে: Supreme Court

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারের ভোটার তালিকার বিশেষ  বিশেষ পরিমার্জনের   (Bihar SIR)-এর কাজে কোনও বেআইনি পদ্ধতি ধরা পড়লে, গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধু তাই নয়্‌ সংশ্লিষ্ট মামলার চূড়ান্ত রায় গোটা দেশব্যাপী কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

 

আরও পড়ুন: ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের কড়াকড়ি ছাড়িয়ে সুবিচার, মন্তব্য সুপ্রিম কোর্টের

জমা পড়েনি চার্জশিট, Pahalgam ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত জামিনে মুক্ত

আরও পড়ুন: ফৌজদারি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত (Bihar SIR hearing) এদিন সাফ জানায়,  নির্বাচন কমিশন যদি (Bihar SIR) বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া।   এই মামলায় আগামী ৭ অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে: মনরেগা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের, স্বস্তি রাজ্যের

আজ শুনানি (Bihar SIR hearing)) চলাকালীন  বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, ‘নির্বাচন কমিশন (EC) একটি সংবিধান স্বীকৃত সংস্থা।  আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য সকল নিয়ম মেনেই চলবে এবং  পুর্ণাঙ্গ বিষয়টি নিয়ম মেনেই চলছে। তবে ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপির দেখা মিলে  তাহলে গোটা SIR  বাতিল করে দেওয়া হবে।  তবে আপাতত বিহারে এসআইআরে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।