চাকরি খাবেন না মন্তব্যে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চান বিকাশ

- আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার
- / 13
পারিজাত মোল্লাঃ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের স্বতঃস্ফূর্ত আদালত অবমাননা মামলা করার আবেদন জানান। তবে ডিভিশন বেঞ্চ আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকাশবাবুকে বিষয়টি হলফনামা আকারে জমা দিতে বলে।
গত মঙ্গলবার আলিপুর আদালত চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমাকে মেরে ফেলুন, কিন্তু চাকরি খাবেন না’।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই হাইকোর্টের দৃষ্টি আকষর্ণ করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুললেন, কেন মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে না?
কেন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করবে না, বিকাশ ভট্টাচার্য এ ব্যাপারে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে তাঁকে বলার সুযোগ দেন বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
গত মঙ্গলবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। মুখ্যমন্ত্রী বক্তৃতায় বলেন, প্রধান বিচারপতি এখানে নেই। আমি সুব্রতদাকে বলেছি। দয়া করে চাকরি কেড়ে নেবেন না।
পরে আবার বিরোধীদের উদ্দেশে রাজনৈতিক আক্রমণ করে মমতা বলেন, দেওয়ার মুরোদ নেই, কেড়ে নেওয়ার গোঁসাই। মুখ্যমন্ত্রীর এও প্রস্তাব ছিল, যাঁদের চাকরি গিয়েছে তাঁদের ফের পরীক্ষায় বসতে দেওয়া বা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার সুযোগ রয়েছে কিনা তাও দেখা হোক।
এ ব্যাপারে সরকার আদালতের নির্দেশ মেনেই চলবে। মুখ্যমন্ত্রীর ওই বক্তৃতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এদিন বিকাশবাবু সেই প্রতিবেদন থেকে পড়ে শোনান। তবে বিচারপতিরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করতে রাজি হননি। ডিভিশন বেঞ্চ জানায়, কারও অভিযোগের ভিত্তিতে এভাবে মামলা করা যাবে না।
বিকাশবাবুকে বিচারপতিরা বলেন, আপনি চাইলে মামলা করতেই পারেন। তখন বিষয়টি বিবেচনা করে দেখা যাবে।
আজ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এ ব্যাপারে হাইকোর্টে হলফনামা পেশ করার পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ।