আসনরফা চূড়ান্ত এনডিএ-এর, বিহারে ১০১ করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি-জনতা দল

- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 84
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারজুড়ে শুরু হয়েছে ভোটের দামামা। আগামী নভেম্বরেই বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটারদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। রাজনৈতিক দলগুলিও শুরু করেছে ভোটযুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি। এই পরিস্থিতিতে রবিবার বিহারের নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টনের কথা ঘোষণা করল এনডিএ। কে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে? তা চূড়ান্ত হল রবিবার। এদিন নয়াদিল্লিতে পদ্ম শিবিরের হেড কোয়ার্টার্সে এক বৈঠকে এই আসন বণ্টন চূড়ান্ত হয়। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। এছাড়াও এনডিএ-র শরিক দলগুলির নেতারা।
এনডিএ শরিকরা কে কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার হিসেব দিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেন, বিজেপি ও জেডি(ইউ) সমান আসনে প্রার্থী দিচ্ছে। দুটি দলই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি যে ৪১টি আসন থাকছে, তার মধ্যে চিরাগ পাসওয়ানের এলজেপি (রামবিলাস) ২৯টি আসনে লড়বে। এছাড়া আরএসএলপি ও এইচএএম ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রসঙ্গত, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৪টি আসন। সেখানে নীতীশ কুমারের জেডি(ইউ) ৪৩টি আসন পেয়েছিল।