২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা পুরসভার ফলাফলে বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ : অনুব্রত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 44

দেবশ্রী মজুমদার, বোলপুর: কলকাতা কর্পোরেশনের নির্বাচনের ফলাফলের পর প্রকাশ্যে আসার পর পথম প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ” রাস্তায় দাঁড়িয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিৎ”।

মঙ্গলবার দুপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “রাজ্য থেকে বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষজন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়ে, দু’হাত ভরে মা-মাটি-মানুষের সরকারকে সমর্থন জানিয়েছেন কলকাতাবাসী।”

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

“এখন এই ফলাফলের পর প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিত। বিজেপির উচিত রাজ্যের এই উন্নয়নে শামিল হওয়া এবং মুখ্যমন্ত্রীর কাজকে সমর্থন ও প্রশংসা করা,” বলেই  মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

“কংগ্রেস এবং সিপিএম সেখানে  জোট করেনি বলেই তারা আসন পেয়েছে, জোট করলে এই আসন পেত না।”

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজ্য উন্নয়ন করেছে তাকেই স্বীকৃতি দিয়েছে কলকাতার মানুষ। এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক সিদ্ধান্তের প্রশংসা করেন।

অন্যদিকে রামপুরহাটে দলীয় কার্যালয় কর্মীদের সঙ্গে সবুজ আবীর খেলে মিষ্টি মুখ করলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার অধ্যাপক আশীষ বন্দোপাধ্যায়। তিনি বলেন,”এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস ও সিপিএম ধুয়ে মুছে সাফ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের  কাজের স্বীকৃতি দিয়েছেন। অপ্রতিরোধ্য  গতিতে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা পুরসভার ফলাফলে বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ : অনুব্রত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: কলকাতা কর্পোরেশনের নির্বাচনের ফলাফলের পর প্রকাশ্যে আসার পর পথম প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ” রাস্তায় দাঁড়িয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিৎ”।

মঙ্গলবার দুপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “রাজ্য থেকে বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষজন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়ে, দু’হাত ভরে মা-মাটি-মানুষের সরকারকে সমর্থন জানিয়েছেন কলকাতাবাসী।”

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

“এখন এই ফলাফলের পর প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বিজেপির ক্ষমা চাওয়া উচিত। বিজেপির উচিত রাজ্যের এই উন্নয়নে শামিল হওয়া এবং মুখ্যমন্ত্রীর কাজকে সমর্থন ও প্রশংসা করা,” বলেই  মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

“কংগ্রেস এবং সিপিএম সেখানে  জোট করেনি বলেই তারা আসন পেয়েছে, জোট করলে এই আসন পেত না।”

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজ্য উন্নয়ন করেছে তাকেই স্বীকৃতি দিয়েছে কলকাতার মানুষ। এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক সিদ্ধান্তের প্রশংসা করেন।

অন্যদিকে রামপুরহাটে দলীয় কার্যালয় কর্মীদের সঙ্গে সবুজ আবীর খেলে মিষ্টি মুখ করলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার অধ্যাপক আশীষ বন্দোপাধ্যায়। তিনি বলেন,”এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস ও সিপিএম ধুয়ে মুছে সাফ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের  কাজের স্বীকৃতি দিয়েছেন। অপ্রতিরোধ্য  গতিতে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।