পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য কলকাতায়
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 121
পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতার পার্ক স্ট্রিটে এক হোটেল থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত যুবকের পচাগলা দেহ। শুক্রবার সকালে রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলের বক্স খাটের ভিতর থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হোটেল সূত্রে জানা গেছে, চলতি মাসের ২২ তারিখ ওই রুমে কয়েকজন যুবক চেক ইন করেছিলেন। তবে বুকিংটি মৃত যুবকের নামে ছিল না। পরদিন তাঁর সঙ্গীরা রুম ছেড়ে চলে যান, কিন্তু ওই যুবক আর দেখা দেননি। দীর্ঘ সময় রুম বন্ধ থাকায় সন্দেহ হয় কর্মীদের। শুক্রবার সকালে দরজা খুলতেই ছড়িয়ে পড়ে দুর্গন্ধ, বক্স খাট খুলে মিলেছে দেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, চেক ইন করার দিনই যুবককে খুন করা হতে পারে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ ও খুনের রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই যুবকের পরিচয় জানতে তৎপর তদন্তকারীরা।



















































