কানের রেড কার্পেটে ঐশ্বর্যর লুক ঘিরে তুমুল চর্চা
- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 286
পুবের কলম, ওয়েব ডেস্ক: ২০২৫ সালের কান উৎসব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুধবার রাত থেকেই বলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের কান লুক নিয়ে জোর চর্চা চলছে। কান উৎসবের রেড কার্পেটে রাজকীয় সাদা শাড়ি পরে জমকালো এন্ট্রি নেন ঐশ্বর্য রাই বচ্চন। অভিনেত্রী তার লুকটি লাল পান্না চেইন নেকলেস দিয়ে পরিপূর্ণ করেছিলেন, তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তার মাথা ভর্তি সিঁদুর। এই প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক অনুষ্ঠানে এইভাবে নিজেকে উপস্থাপন করলেন ঐশ্বর্য।
বচ্চনবধূর কান লুকের ছবি ভাইরাল হতেই নেটপাড়ার একাংশের মত, দেশে অপারেশন সিঁদুর আবহে আর পাঁচজন তারকা যখন পশ্চিমী পোশাকে ফ্রেঞ্চ রিভেরাঁ মাতাচ্ছেন, তখন সিঁদুরে সিঁথি রাঙিয়ে অনন্যা ঐশ্বর্য রাই বচ্চন। তাঁদের অনুমান, উত্তপ্ত আবহে কতিপয় শব্দ খরচ না করে হয়তো দেশের হয়ে বার্তা দিতেই ব্রহ্মাণ্ডসুন্দরীর এমন সাজ। এককথায়, ভারতীয় নারীর ঐতিহ্যকে বিদেশের মার্টিতে গর্বের সঙ্গে মেলে ধরায় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনেকে। কারও মন্তব্য, ‘অপারেশন সিঁদুরের প্রতিনিধিত্ব করছেন।’ আবার কারও মত, ‘অপারেশন সিঁদুরকে উৎসর্গ করেই তাঁর এমন লুক।’ প্রকৃত অর্থে সুন্দরী। কেউ বা বলছেন, ‘এই জন্যই ঐশ্বর্য রাইবচ্চনকে ভালো লাগে। ওঁর জন্য গর্ব হয়। চারদিকে এত ঘৃণা সত্ত্বেও উনি আগের মতোই শক্তিশালী বার্তা দিয়ে গেলেন। তাও অপারেশন সিঁদুরের আবহে সিঁদুর পরে।’ এককথায়স, অভিনেত্রীর কান লুক নিয়ে চর্চার অন্ত নেই।
তবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরেই অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর ডিভোর্সের জল্পনা তুঙ্গে। তবে, এই দম্পতি ধারাবাহিকভাবে এই গুজব অস্বীকার করে আসছেন, এই বছর বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে নিন্দুকদের যোগ্য জবাবও দিয়েছেন বলি কাপল জুটি। দাম্পত্য জীবনে ঝামেলার গুজবের মধ্যেও তার সিঁদুর কেবল একটি স্টাইল স্টেটমেন্ট ছিল না, বরং এটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।