০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতারের টিকিট কনফার্ম করল ব্রাজিল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্কঃলাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট কনফার্ম করল ব্রাজিল।

শুক্রবার কোয়ালিফায়ের ১২তম ম্যাচে কলম্বিয়াকে লুকাস পাকুয়েতার একমাত্র গোলে হারিয়ে দেয় সেলেকাওরা । আপাতত পয়েন্টের নিরিখে সবার ধরাছোঁয়ার বাইরে নেইমাররা। চতুর্থ স্থানে থাকা চিলির সঙ্গে এই মুহুর্তে পাকুয়েতাদের পয়েন্টের ব্যবধান ১৮। বাকি পাঁচ ম্যাচের সবকটিতে জিতলেও আর ব্রাজিলকে ধরা সম্ভব হবেনা চিলির পক্ষে।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

কোয়ালিফায়ার পর্ব থেকে মোট চারটি দেশ কাতারের টিকিট নিশ্চিত করবে।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

উল্লেখ্য, কোয়ালিফায়ারে কোনও ম্যাচ না হেরেই কাতার বিশ্বকাপের যোগ্যতা  অর্জন করল ব্রাজিল ৷ ১২টি ম্যাচের ১১টিতে জয় তুলে নিল তারা ৷ হাতে এখনও রয়েছে ৬টি ম্যাচ ৷ পাশাপাশি কলম্বিয়াকে এদিন হারিয়ে কোচ তিতেকে ৫০তম জয় উপহার দিলেন নেইমাররা ৷

আরও পড়ুন: ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

ম্যাচের একমাত্র গোলদাতা পাকুয়েতার চোখে দেখা যায় আনন্দাশ্রু। তিনি বলেন জাতীয় দল হোক কিংবা ক্লাব, এমন মুহূর্তের জন্যই প্রতীক্ষা করে থাকি ৷ আনন্দে আজ আমি চোখের জল ধরে রাখতে পারিনি ।

ম্যাচের বয়স যখন ৭২ মিনিট তখন তখন মার্কুইনহোসের বাড়ানো বল ধরে পাকুয়েতাকে পাস করেন নেইমার। গোলের ঠিকানা লিখে তিনকাঠির মধ্যে রাখতে কোন ভুলচুক করেননি পাকুয়েতা।  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতারের টিকিট কনফার্ম করল ব্রাজিল

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃলাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট কনফার্ম করল ব্রাজিল।

শুক্রবার কোয়ালিফায়ের ১২তম ম্যাচে কলম্বিয়াকে লুকাস পাকুয়েতার একমাত্র গোলে হারিয়ে দেয় সেলেকাওরা । আপাতত পয়েন্টের নিরিখে সবার ধরাছোঁয়ার বাইরে নেইমাররা। চতুর্থ স্থানে থাকা চিলির সঙ্গে এই মুহুর্তে পাকুয়েতাদের পয়েন্টের ব্যবধান ১৮। বাকি পাঁচ ম্যাচের সবকটিতে জিতলেও আর ব্রাজিলকে ধরা সম্ভব হবেনা চিলির পক্ষে।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

কোয়ালিফায়ার পর্ব থেকে মোট চারটি দেশ কাতারের টিকিট নিশ্চিত করবে।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

উল্লেখ্য, কোয়ালিফায়ারে কোনও ম্যাচ না হেরেই কাতার বিশ্বকাপের যোগ্যতা  অর্জন করল ব্রাজিল ৷ ১২টি ম্যাচের ১১টিতে জয় তুলে নিল তারা ৷ হাতে এখনও রয়েছে ৬টি ম্যাচ ৷ পাশাপাশি কলম্বিয়াকে এদিন হারিয়ে কোচ তিতেকে ৫০তম জয় উপহার দিলেন নেইমাররা ৷

আরও পড়ুন: ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

ম্যাচের একমাত্র গোলদাতা পাকুয়েতার চোখে দেখা যায় আনন্দাশ্রু। তিনি বলেন জাতীয় দল হোক কিংবা ক্লাব, এমন মুহূর্তের জন্যই প্রতীক্ষা করে থাকি ৷ আনন্দে আজ আমি চোখের জল ধরে রাখতে পারিনি ।

ম্যাচের বয়স যখন ৭২ মিনিট তখন তখন মার্কুইনহোসের বাড়ানো বল ধরে পাকুয়েতাকে পাস করেন নেইমার। গোলের ঠিকানা লিখে তিনকাঠির মধ্যে রাখতে কোন ভুলচুক করেননি পাকুয়েতা।