Breaking: মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর স্কুলে হাজির মুখ্যমন্ত্রী

- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: মাধ্যমিকের পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখতেই আচমকাই ভবানীপুর গার্লস স্কুলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান তিনি।
মাধ্যমিক শুরু হতেই ট্যুইটে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি।
আচমকা হাল হকিকৎ খতিয়ে দেখতে এর আগেও হাসপাতালেও বহুবার দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো দেখা সহ চিকিৎসক-নার্সদের সঙ্গে কথা বলেন তিনি। আজ সেই রকম ভাবেই আচমকা ভবানীপুর হাইস্কুলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তিনি।
মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় গত ২৩ ফেব্রুয়ারি। শুরুর দিনে জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা ঘটে। হাতির হানায় প্রাণ যায় অর্জুন দাস নামে এক পরীক্ষার্থীর। এই ঘটনায় শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।