ব্রেকিং: রাজ্যে ‘দ্য কেরল স্টোরি’ প্রদর্শনের নিষেধাজ্ঞা খারিজ করল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 60
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে দ্য কেরল স্টোরি নিয়ে নিষেধাজ্ঞা খারিজ করল সুপ্রিম কোর্ট। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের সিনেমার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গে, তার উপর বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। রায়ে জানানো হয়, ‘আমাদের সামনে যে সব যুক্তি পেশ করা হয়েছে, তাতে আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে (দ্য কেরালা স্টোরি) প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তিসম্মত নয়। তাই ওই সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করা হল।’
মে মাসের ৫ তারিখ মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’ । মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। ছবি মুক্তির তিন দিনের মাথায় অর্থাৎ ৮ মে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।” তারপরই বাংলায় এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।