০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ব্রেকিং: গঙ্গায় পদক ভাসাতে হরিদ্বারে কুস্তিগীররা

ইমামা খাতুন
- আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার
- / 73
পুবের কলম,ওয়েবডেস্ক: গঙ্গায় পদক ভাসাতে ইতিমধ্যেই হরিদ্বারে পৌঁছে গেছেন দেশের পদকজয়ী কুস্তিগীররা। দিল্লির পুলিশি হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে এই চরম সিদ্ধান্তে নিয়েছেন তাঁরা।
নির্ধারিত সময়ের আগে হরিদ্বারে পৌঁছে গেছেন তাঁরা। হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। বুকের কাছে একটি বাক্সে নিজেদের সব পদক ধরে রেখেছেন তাঁরা। সাক্ষীদের ঘিরে রয়েছেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন সেখানে।
কুস্তীগিরদের সমর্থনে স্লোগান তুলেছে আম জনতা। অনেকে আবার পদক বিসর্জন না দেওয়ার আর্জিও জানিয়েছেন।