১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিবাসী-বিরোধী পরিকল্পনার বাস্তবায়নে রুয়ান্ডায় ব্রিটিশ মন্ত্রী

পুবের কলম,ওয়েবডেস্ক: ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার সাফ ঘোষণা, কোনও অভিবাসীর স্থান  হবে না ব্রিটেনে। তাদেরকে বের করে দেওয়া হবে। এরা শরণার্থী হওয়ার আবেদনও করতে পারবেন না। ঋষি স্পষ্ট করে বলেছেন, ‘কেউ এখানে বেআইনিভাবে প্রবেশ করে থাকলে আশ্রয় পাবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারবে না।’ ঋষির এই বক্তব্যের পর জাতীয় অভিবাসী পরিকল্পনা বাস্তবায়নে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারমান রুয়ান্ডা সফরে গিয়েছেন। রাজধানী কিগালিতে তিনি ব্রিটেনের অভিবাসী বিরোধী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন  রুয়ান্ডার আধিকারিকদের সঙ্গে। তবে ব্রাভারমানের এই সফরকে কেন্দ্র করে ব্রিটেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ব্রিটেনের লন্ডন, গ্লাসগো, ও কার্ডিফ শহরে পথে নেমে আসে জনতা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নিষ্ঠুর মন্ত্রী সুয়েলা ব্রাভারমান’। তাদের মুখে স্লোগান, ‘কোনও মানুষই অবৈধ নয়’, ‘সেফ প্যাসেজ চাই, রুয়ান্ডা নয়।’

ব্রিটিশ সরকার চায়, দেশে আগত অভিবাসন প্রত্যাশীদের আটক করে রুয়ান্ডায় পাঠাতে। রুয়ান্ডা সরকারের সঙ্গে চুক্তি করে সেদেশে শরণার্থী শিবির তৈরি করেছে ব্রিটেন। শনিবার কিগালিতে ব্রাভারমান বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে দুই মিত্র দেশ ব্রিটেন এবং রুয়ান্ডার মধ্যে এই অংশীদারিত্ব একটি সমাধান খুঁজে বের করবে যা হবে মানবিক এবং সহানুভূতিপূর্ণ।’ ব্রাভারমানের সঙ্গে ছিলেন রুয়ান্ডার বিদেশমন্ত্রী ভিনসেন্ট বিরুতার। ভিনসেন্ট বলেন, ‘এই পদক্ষেপ অপরাধমূলক মানব-পাচার নেটওয়ার্কগুলিকে ধ্বংস করার পাশাপাশি  জীবন বাঁচাতেও সাহায্য করবে।’

আরও পড়ুন: রুয়ান্ডায় বন্যা  ও ভূমিধসে নিহত ১২৯

উল্লেখ্য, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রাভারমান। আর তখন থেকেই তিনি উদ্বাস্তুদের টার্গেট করে রেখেছিলেন। এক সাক্ষাৎকারে ব্রাভারমান বলেছিলেন, ‘ব্রিটেনে অনেক কম দক্ষ অভিবাসী রয়েছে।’

আরও পড়ুন: শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ তালিবান সরকারের

আরও পড়ুন: সীমান্ত দিয়ে পাচার: ইউএপিএ প্রয়োগের প্রস্তাব কেন্দ্রের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিবাসী-বিরোধী পরিকল্পনার বাস্তবায়নে রুয়ান্ডায় ব্রিটিশ মন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার সাফ ঘোষণা, কোনও অভিবাসীর স্থান  হবে না ব্রিটেনে। তাদেরকে বের করে দেওয়া হবে। এরা শরণার্থী হওয়ার আবেদনও করতে পারবেন না। ঋষি স্পষ্ট করে বলেছেন, ‘কেউ এখানে বেআইনিভাবে প্রবেশ করে থাকলে আশ্রয় পাবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারবে না।’ ঋষির এই বক্তব্যের পর জাতীয় অভিবাসী পরিকল্পনা বাস্তবায়নে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারমান রুয়ান্ডা সফরে গিয়েছেন। রাজধানী কিগালিতে তিনি ব্রিটেনের অভিবাসী বিরোধী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন  রুয়ান্ডার আধিকারিকদের সঙ্গে। তবে ব্রাভারমানের এই সফরকে কেন্দ্র করে ব্রিটেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ব্রিটেনের লন্ডন, গ্লাসগো, ও কার্ডিফ শহরে পথে নেমে আসে জনতা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নিষ্ঠুর মন্ত্রী সুয়েলা ব্রাভারমান’। তাদের মুখে স্লোগান, ‘কোনও মানুষই অবৈধ নয়’, ‘সেফ প্যাসেজ চাই, রুয়ান্ডা নয়।’

ব্রিটিশ সরকার চায়, দেশে আগত অভিবাসন প্রত্যাশীদের আটক করে রুয়ান্ডায় পাঠাতে। রুয়ান্ডা সরকারের সঙ্গে চুক্তি করে সেদেশে শরণার্থী শিবির তৈরি করেছে ব্রিটেন। শনিবার কিগালিতে ব্রাভারমান বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে দুই মিত্র দেশ ব্রিটেন এবং রুয়ান্ডার মধ্যে এই অংশীদারিত্ব একটি সমাধান খুঁজে বের করবে যা হবে মানবিক এবং সহানুভূতিপূর্ণ।’ ব্রাভারমানের সঙ্গে ছিলেন রুয়ান্ডার বিদেশমন্ত্রী ভিনসেন্ট বিরুতার। ভিনসেন্ট বলেন, ‘এই পদক্ষেপ অপরাধমূলক মানব-পাচার নেটওয়ার্কগুলিকে ধ্বংস করার পাশাপাশি  জীবন বাঁচাতেও সাহায্য করবে।’

আরও পড়ুন: রুয়ান্ডায় বন্যা  ও ভূমিধসে নিহত ১২৯

উল্লেখ্য, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রাভারমান। আর তখন থেকেই তিনি উদ্বাস্তুদের টার্গেট করে রেখেছিলেন। এক সাক্ষাৎকারে ব্রাভারমান বলেছিলেন, ‘ব্রিটেনে অনেক কম দক্ষ অভিবাসী রয়েছে।’

আরও পড়ুন: শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ তালিবান সরকারের

আরও পড়ুন: সীমান্ত দিয়ে পাচার: ইউএপিএ প্রয়োগের প্রস্তাব কেন্দ্রের