০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের সীমনা বৃদ্ধিঃ কি বললেন দিনহাটার বাম প্রার্থী

রফিকুল হাসান
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 88

ছাতা মাথায় দিয়ে এভাবেই প্রচার করেন বাম প্রার্থী আবদুর রউফ।

রুবায়েত মোস্তাফা, কোচবিহার: বিএসএফের সীমানা বৃদ্ধির বিষয়টি এবার তৃণমূল এবং বামফ্রন্টের নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকেও যেমন কেন্দ্রীয় সরকারের এই বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিত করে প্রচার করা হচ্ছে, ঠিক তেমনি বামফ্রন্টের পক্ষ থেকেও বিএসএফের সীমানা বৃদ্ধি বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটের প্রচারে তুলে ধরা হচ্ছে বিষয়টি।

বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে প্রচার সারলেন দিনহাটার বাম প্রার্থী আবদুর রউফ। ভোট বলে কথা। তাই তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার নাজিরহাটে গ্রামে গ্রামে ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। এবারের এই উপ নির্বাচনের আগে একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। ভোটে হেরে গিয়েছিলেন। দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে ভোটে জিতে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। ভোটে জিতে নাশীথবাবু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

গতবার পরাজিত হলেও আব্দুর রউফকে এবারও প্রার্থী করেছে বামফ্রন্ট।গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি চলছে কোচবিহার জেলা জুড়ে।এই  বৃষ্টিকে উপেক্ষা করে সাতসকালে ভোট প্রচারে বুধবার বেরিয়ে পড়েন দিনহাটা উপনির্বাচনের ফরোয়ার্ড ব্লক প্রার্থী আবদুর রউফ। এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের দিগলটারী,শ্যামগঞ্জ,পশ্চিম কুমারগঞ্জ,মৈদাম, গর্বডাঙ্গা সহ দিনহাটার সীমান্ত এলাকায় প্রচার করেন তিনি।

আরও পড়ুন: দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক

বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক নেতা আবদুর রউফ বলেন, দিনহাটা বিধানসভা এলাকার বেশিরভাগই সীমান্ত এলাকা। সীমান্ত এলাকার মানুষের সমস্যা, কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় মানুষজনের চাষাবাদের সমস্যা, বিএসএফের হয়রানি  এইসব বিষয়গুলি নিয়ে বামফ্রন্ট বরাবর সীমান্ত এলাকার মানুষদের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের পক্ষ থেকে এগুলো বলা হচ্ছে প্রচারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার  বিএসএফের সীমানা বৃদ্ধি করেছে আর এটা হলে কি কি সমস্যা হবে প্রচারে এইসব বিষয়গুলোও তুলে ধরে মানুষের কাছে আমরা ভোট চাইছি। সীমান্তের মানুষের সমস্যা সমাধানে সীমান্ত এলাকার মানুষের উপর বিএসএফের হয়রনির বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আন্দোলন করে আসছে, এলাকার মানুষ সে সব জানেন। তাই ভোট এবার মানুষ বামফ্রন্টের প্রার্থী কেই দেবে। বিজেপি কে আর দিনহাটার মানুষ ভোট দেবে না।”

আরও পড়ুন: ঘোজাডাঙ্গা সীমান্তে কাঁটাতার এর বেড়া তৈরির উদ্যোগ

বিজেপির এক নেতা অবশ্য বলেছেন “দিনহাটায় বামফ্রন্ট কোন ফ্যাক্টর নয়। লড়াই এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে।” তৃণমূলের পক্ষ থেকে এক নেতা অবশ্য দাবি করয়েছেন ‘‌’দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির এখন পায়ের তলায় মাটি নেই, এরা এজেন্ট খুঁজে পাবে না নির্বাচনের দিন।’‌’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিএসএফের সীমনা বৃদ্ধিঃ কি বললেন দিনহাটার বাম প্রার্থী

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

রুবায়েত মোস্তাফা, কোচবিহার: বিএসএফের সীমানা বৃদ্ধির বিষয়টি এবার তৃণমূল এবং বামফ্রন্টের নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকেও যেমন কেন্দ্রীয় সরকারের এই বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিত করে প্রচার করা হচ্ছে, ঠিক তেমনি বামফ্রন্টের পক্ষ থেকেও বিএসএফের সীমানা বৃদ্ধি বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটের প্রচারে তুলে ধরা হচ্ছে বিষয়টি।

বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে প্রচার সারলেন দিনহাটার বাম প্রার্থী আবদুর রউফ। ভোট বলে কথা। তাই তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার নাজিরহাটে গ্রামে গ্রামে ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। এবারের এই উপ নির্বাচনের আগে একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। ভোটে হেরে গিয়েছিলেন। দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে ভোটে জিতে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। ভোটে জিতে নাশীথবাবু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ফলে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

গতবার পরাজিত হলেও আব্দুর রউফকে এবারও প্রার্থী করেছে বামফ্রন্ট।গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি চলছে কোচবিহার জেলা জুড়ে।এই  বৃষ্টিকে উপেক্ষা করে সাতসকালে ভোট প্রচারে বুধবার বেরিয়ে পড়েন দিনহাটা উপনির্বাচনের ফরোয়ার্ড ব্লক প্রার্থী আবদুর রউফ। এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের দিগলটারী,শ্যামগঞ্জ,পশ্চিম কুমারগঞ্জ,মৈদাম, গর্বডাঙ্গা সহ দিনহাটার সীমান্ত এলাকায় প্রচার করেন তিনি।

আরও পড়ুন: দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক

বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক নেতা আবদুর রউফ বলেন, দিনহাটা বিধানসভা এলাকার বেশিরভাগই সীমান্ত এলাকা। সীমান্ত এলাকার মানুষের সমস্যা, কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় মানুষজনের চাষাবাদের সমস্যা, বিএসএফের হয়রানি  এইসব বিষয়গুলি নিয়ে বামফ্রন্ট বরাবর সীমান্ত এলাকার মানুষদের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের পক্ষ থেকে এগুলো বলা হচ্ছে প্রচারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার  বিএসএফের সীমানা বৃদ্ধি করেছে আর এটা হলে কি কি সমস্যা হবে প্রচারে এইসব বিষয়গুলোও তুলে ধরে মানুষের কাছে আমরা ভোট চাইছি। সীমান্তের মানুষের সমস্যা সমাধানে সীমান্ত এলাকার মানুষের উপর বিএসএফের হয়রনির বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আন্দোলন করে আসছে, এলাকার মানুষ সে সব জানেন। তাই ভোট এবার মানুষ বামফ্রন্টের প্রার্থী কেই দেবে। বিজেপি কে আর দিনহাটার মানুষ ভোট দেবে না।”

আরও পড়ুন: ঘোজাডাঙ্গা সীমান্তে কাঁটাতার এর বেড়া তৈরির উদ্যোগ

বিজেপির এক নেতা অবশ্য বলেছেন “দিনহাটায় বামফ্রন্ট কোন ফ্যাক্টর নয়। লড়াই এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে।” তৃণমূলের পক্ষ থেকে এক নেতা অবশ্য দাবি করয়েছেন ‘‌’দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির এখন পায়ের তলায় মাটি নেই, এরা এজেন্ট খুঁজে পাবে না নির্বাচনের দিন।’‌’