২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি

সুস্মিতা
  • আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 379

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের গান্ধিনগরে বস্তি উচ্ছেদ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “গুজরাত মডেল স্পষ্ট দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায় ও গরীবদের জন্য বুলডোজার, আর আদানির মতো শিল্পপতিদের জন্য হাজার হাজার একর জমি বিনামূল্যে বা মাত্র এক রুপিতে।”

গান্ধিনগরে বস্তিতে ৪০০-এর বেশি পরিবারের ঘর ধ্বংস করা হয়েছে, যা উচ্ছেদকর্মীদের মতে ‘অবৈধ’ ছিল। রাহুল গান্ধি জানান, এসব পরিবারের বৈধ পরিচয়পত্র ও নথি – বিদ্যুৎ বিল, কর রসিদ, রেশন কার্ড, আধার ও ভোটার আইডি থাকলেও তাদের ঘর উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

তিনি উল্লেখ করেন, দেশের অন্যান্য শহরেও এমন ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে আদালতের স্থগিত আদেশ থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। রাহুল গান্ধি বলেন, “বিজেপি জানে তারা জনগণের আসল ভোটে সরকার গঠন করতে পারবে না। তাই তারা গরীবদের অধিকার কেড়ে নিয়ে দেশের সম্পদ কয়েকজন ধনী বন্ধুদের হাতে তুলে দিচ্ছে।” তিনি উচ্ছেদকর্মীদের নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন এবং আদালত ও সংসদ পথে এই ইস্যু সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi

উল্লেখ্য যে, জুলাই মাসে দিল্লির আশোক বিহার ও ওয়াজিরপুরে ৫০০-এর বেশি বস্তি উচ্ছেদের পর রাহুল গান্ধি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন। তিনি স্থানীয়দের সমস্যার কথা শুনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি দেন।রাহুল গান্ধির মতে, ধ্বংসকৃত ঘর শুধুমাত্র আশ্রয় নয়, মানুষের স্বপ্ন, মর্যাদা এবং জীবিকার মাধ্যমও । এই ঘটনাগুলো দেশের দরিদ্র সম্প্রদায়ের প্রতি রাজনৈতিক দলের উদাসীনতা এবং ‘বুলডোজার রাজনীতি’-র প্রকাশ।

আরও পড়ুন: বুলডোজার চলছেই ইউপিতে, ভাঙা হল মাদানি মসজিদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘গরীবদের জন্য বুলডোজার আর আদানির জন্য জমি’: রাহুল গান্ধি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের গান্ধিনগরে বস্তি উচ্ছেদ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “গুজরাত মডেল স্পষ্ট দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায় ও গরীবদের জন্য বুলডোজার, আর আদানির মতো শিল্পপতিদের জন্য হাজার হাজার একর জমি বিনামূল্যে বা মাত্র এক রুপিতে।”

গান্ধিনগরে বস্তিতে ৪০০-এর বেশি পরিবারের ঘর ধ্বংস করা হয়েছে, যা উচ্ছেদকর্মীদের মতে ‘অবৈধ’ ছিল। রাহুল গান্ধি জানান, এসব পরিবারের বৈধ পরিচয়পত্র ও নথি – বিদ্যুৎ বিল, কর রসিদ, রেশন কার্ড, আধার ও ভোটার আইডি থাকলেও তাদের ঘর উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

তিনি উল্লেখ করেন, দেশের অন্যান্য শহরেও এমন ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে আদালতের স্থগিত আদেশ থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। রাহুল গান্ধি বলেন, “বিজেপি জানে তারা জনগণের আসল ভোটে সরকার গঠন করতে পারবে না। তাই তারা গরীবদের অধিকার কেড়ে নিয়ে দেশের সম্পদ কয়েকজন ধনী বন্ধুদের হাতে তুলে দিচ্ছে।” তিনি উচ্ছেদকর্মীদের নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন এবং আদালত ও সংসদ পথে এই ইস্যু সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi

উল্লেখ্য যে, জুলাই মাসে দিল্লির আশোক বিহার ও ওয়াজিরপুরে ৫০০-এর বেশি বস্তি উচ্ছেদের পর রাহুল গান্ধি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন। তিনি স্থানীয়দের সমস্যার কথা শুনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি দেন।রাহুল গান্ধির মতে, ধ্বংসকৃত ঘর শুধুমাত্র আশ্রয় নয়, মানুষের স্বপ্ন, মর্যাদা এবং জীবিকার মাধ্যমও । এই ঘটনাগুলো দেশের দরিদ্র সম্প্রদায়ের প্রতি রাজনৈতিক দলের উদাসীনতা এবং ‘বুলডোজার রাজনীতি’-র প্রকাশ।

আরও পড়ুন: বুলডোজার চলছেই ইউপিতে, ভাঙা হল মাদানি মসজিদ