০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হিমাচলে বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮

সুস্মিতা
  • আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
  • / 230

পুবের কলম ওয়েবডেস্ক:  হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এক যাত্রীবাহী বেসরকারি বাস ভূমিধসের কবলে পড়ে। মৃতের সংখ্যা বেড়ে ১৮। নিহতদের ময়নাতদন্ত চলছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্থির ভাল্লু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টি ও ভূমিধসের কারণে রাতের সময় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয় এবং ধ্বংসস্তুপের নীচ থেকে একটি শিশুর দেহ উদ্ধার করা হয় ।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, পুলিশ এবং এনডিআরএফ, কিউআরটি ও হোমগার্ডের উদ্ধার দল। প্রশাসন মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা ত্রাণ দিয়েছে, এছাড়া রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিলের (SDRF) মাধ্যমে আরও সহায়তা প্রদান করা হচ্ছে। হিমাচল মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রীও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেছেন।

আরও পড়ুন: হিমাচল প্রদেশের র‍্যাভি নদীতে আকস্মিক বন্যা, মৃত ৪

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য শীর্ষ নেতারা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এবং নিহতদের পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের সঙ্গে মিলিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহত শিশুদের বিলাসপুর এইমসে ভর্তি করা হয়েছে। একজন বাবা জানিয়েছেন, তার দুই সন্তান নিরাপদে আছে, তবে চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২

 

আরও পড়ুন: হিমাচলপ্রদেশে ৪ দিন ধরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিমাচলে বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮

আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক:  হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এক যাত্রীবাহী বেসরকারি বাস ভূমিধসের কবলে পড়ে। মৃতের সংখ্যা বেড়ে ১৮। নিহতদের ময়নাতদন্ত চলছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্থির ভাল্লু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টি ও ভূমিধসের কারণে রাতের সময় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয় এবং ধ্বংসস্তুপের নীচ থেকে একটি শিশুর দেহ উদ্ধার করা হয় ।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, পুলিশ এবং এনডিআরএফ, কিউআরটি ও হোমগার্ডের উদ্ধার দল। প্রশাসন মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা ত্রাণ দিয়েছে, এছাড়া রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিলের (SDRF) মাধ্যমে আরও সহায়তা প্রদান করা হচ্ছে। হিমাচল মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রীও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেছেন।

আরও পড়ুন: হিমাচল প্রদেশের র‍্যাভি নদীতে আকস্মিক বন্যা, মৃত ৪

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য শীর্ষ নেতারা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এবং নিহতদের পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের সঙ্গে মিলিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহত শিশুদের বিলাসপুর এইমসে ভর্তি করা হয়েছে। একজন বাবা জানিয়েছেন, তার দুই সন্তান নিরাপদে আছে, তবে চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২

 

আরও পড়ুন: হিমাচলপ্রদেশে ৪ দিন ধরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা