০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৩৪৫টি দলের অনুমোদন বাতিল করল নির্বাচন কমিশন 

চামেলি দাস
  • আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
  • / 68

পুবের কলম ওয়েবডেস্ক : ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার, তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। অস্বীকৃত রাজনৈতিক দলকেই বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানানো হয়, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায় ২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল। যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেনি। তাদের মধ্যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হল। ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে অংশ নেয়নি এই দলগুলি।

আরও পড়ুন: রাহুল গান্ধীকে লেখা প্রসঙ্গে নির্বাচন কমিশন: অভিযোগ থাকলে নির্দিষ্টভাবে জানান

দলগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দফতর খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হল। বাকি দলগুলির কাছেও কারণ দর্শানোর জন্য নোটিস পাঠানো হয়েছে। তাদের বক্তব্য শোনার পর ঠিক করা হবে দলগুলির ভবিষ্যৎ। কোনও দল যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভোটের হার জানতে বড় সিদ্ধান্ত ঘোষনা নির্বাচন কমিশনের  

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনেই হবে আধার-এপিক লিঙ্ক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৪৫টি দলের অনুমোদন বাতিল করল নির্বাচন কমিশন 

আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার, তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। অস্বীকৃত রাজনৈতিক দলকেই বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানানো হয়, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায় ২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল। যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেনি। তাদের মধ্যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হল। ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে অংশ নেয়নি এই দলগুলি।

আরও পড়ুন: রাহুল গান্ধীকে লেখা প্রসঙ্গে নির্বাচন কমিশন: অভিযোগ থাকলে নির্দিষ্টভাবে জানান

দলগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দফতর খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হল। বাকি দলগুলির কাছেও কারণ দর্শানোর জন্য নোটিস পাঠানো হয়েছে। তাদের বক্তব্য শোনার পর ঠিক করা হবে দলগুলির ভবিষ্যৎ। কোনও দল যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভোটের হার জানতে বড় সিদ্ধান্ত ঘোষনা নির্বাচন কমিশনের  

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনেই হবে আধার-এপিক লিঙ্ক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের