১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিহত রাজ্জাক খাঁ-র পরিবারের পাশে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্ত্রী পেলেন চাকরির আশ্বাস

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
  • / 214

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: রাজ্জাক খাঁ খুনের পর রাজ্য জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়াতে এবার ফের দেখা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

আজ রাজ্জাক খাঁ-র পরিবারের সঙ্গে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন বিধায়ক শওকত মোল্লা। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিহতের স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন।

শওকত মোল্লা বলেন, “রাজ্জাক ছিল আমাদের দলের এক নিবেদিতপ্রাণ সৈনিক। তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং থাকব। তাঁর স্ত্রীর কর্মসংস্থানের বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শেখ জামিল হত্যায় স্তম্ভিত সংখ্যালঘু যুব ফেডারেশন

রাজনৈতিক মহলের মতে, এই মানবিক সহায়তা শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, এটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক সহমর্মিতার বার্তা।

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

খুনের ঘটনার পর থেকেই রাজ্জাক খাঁ-র পরিবার চরম নিরাপত্তাহীনতা এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই পরিস্থিতিতে বিধায়কের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারে।

আরও পড়ুন: ক্যানিংয়ে ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, আহত ২০-২২ জন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিহত রাজ্জাক খাঁ-র পরিবারের পাশে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্ত্রী পেলেন চাকরির আশ্বাস

আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: রাজ্জাক খাঁ খুনের পর রাজ্য জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়াতে এবার ফের দেখা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

আজ রাজ্জাক খাঁ-র পরিবারের সঙ্গে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন বিধায়ক শওকত মোল্লা। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিহতের স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন।

শওকত মোল্লা বলেন, “রাজ্জাক ছিল আমাদের দলের এক নিবেদিতপ্রাণ সৈনিক। তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং থাকব। তাঁর স্ত্রীর কর্মসংস্থানের বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শেখ জামিল হত্যায় স্তম্ভিত সংখ্যালঘু যুব ফেডারেশন

রাজনৈতিক মহলের মতে, এই মানবিক সহায়তা শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, এটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক সহমর্মিতার বার্তা।

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

খুনের ঘটনার পর থেকেই রাজ্জাক খাঁ-র পরিবার চরম নিরাপত্তাহীনতা এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই পরিস্থিতিতে বিধায়কের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারে।

আরও পড়ুন: ক্যানিংয়ে ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, আহত ২০-২২ জন