জীবনতলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ, গ্রেফতার ৪

- আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
- / 121
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বারুইপুরের পর এবার জীবনতলা থেকে উদ্ধার বিপুল কার্তুজ।জীবনতলার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলায় হানা দিয়ে উদ্ধার করল ১৯৪ রাউন্ড কার্তুজ।আর এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেল বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ইশ্বরীপুর এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ টিম।শুক্রবার রাতে তদন্তকারী টিম আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেন। বাড়ির ভিতর অভিযান চালাতেই বেরিয়ে পড়ে ওই বিপুল পরিমাণ কার্তুজ।বাড়ির মালিক সহ আরও তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।কোথা থেকে এল এই বিপুল পরিমাণ কার্তুজ? সেই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে তদন্তকারীদের। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।