০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চাড্ডি গ্যাং, শহরবাসীকে সতর্ক থাকার বার্তা পুলিশের

সুস্মিতা
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৩, শনিবার
  • / 99

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শহরে চাড্ডি গ্যাং, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গ্যাংয়ের ছবি। রাতের অন্ধকারে অস্ত্র হাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় গ্যাংয়ের সদস্যরা। ডাকাতি করতে আসার সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। হায়দরাবাদের মিয়াপুর এবং কুকাটপল্লি এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায় দৃশ্য ধরা পড়েছে।

 

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের সঙ্গে অমানবিক আচরণ, হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

রাতে বেরিয়ে আগাম দেখে নেয় কোন বাড়িতে বাইরে থেকে তালা লাগানো রয়েছে। তালাবন্ধ  ফাকা বাড়িকে মূলত টার্গেট তারা। সদস্যরা গোল মিটিং করে ডাকাতি করতে বেরায়। তারপর তালা ভেঙে ঢুকে লুঠপাট চালায়। এমন্ত অবস্থায় কেউ বাড়ি ছেড়ে বাইরে গেলে স্থানীয় থানায় জানিয়ে যেতেও অনুরোধ করেছে পুলিশ। মিয়াপুরের একটি বাড়িতে ঢুকে সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

পুলিশ সূত্রে খবর, গ্যাংয়ের সদস্যরা মূলত রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে হায়দরাবাদে আসে। রাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় তারা। তাদের গায়ে কোনও পোশাক থাকে না। কাপড় দিয়ে ঢেকে রাখে মুখ। বাইরের রাজ্য থেকে আসে তারা। এই দলের সদস্যরা দিনের বেলা শাড়ি ও খেলনা বিক্রির কাজ করে। রাতে ডাকাতি করতে বেরোয়। পুলিশ জানিয়েছে, শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাঁদের ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চাড্ডি গ্যাং, শহরবাসীকে সতর্ক থাকার বার্তা পুলিশের

আপডেট : ১২ অগাস্ট ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শহরে চাড্ডি গ্যাং, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গ্যাংয়ের ছবি। রাতের অন্ধকারে অস্ত্র হাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় গ্যাংয়ের সদস্যরা। ডাকাতি করতে আসার সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। হায়দরাবাদের মিয়াপুর এবং কুকাটপল্লি এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায় দৃশ্য ধরা পড়েছে।

 

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের সঙ্গে অমানবিক আচরণ, হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

রাতে বেরিয়ে আগাম দেখে নেয় কোন বাড়িতে বাইরে থেকে তালা লাগানো রয়েছে। তালাবন্ধ  ফাকা বাড়িকে মূলত টার্গেট তারা। সদস্যরা গোল মিটিং করে ডাকাতি করতে বেরায়। তারপর তালা ভেঙে ঢুকে লুঠপাট চালায়। এমন্ত অবস্থায় কেউ বাড়ি ছেড়ে বাইরে গেলে স্থানীয় থানায় জানিয়ে যেতেও অনুরোধ করেছে পুলিশ। মিয়াপুরের একটি বাড়িতে ঢুকে সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

পুলিশ সূত্রে খবর, গ্যাংয়ের সদস্যরা মূলত রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে হায়দরাবাদে আসে। রাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় তারা। তাদের গায়ে কোনও পোশাক থাকে না। কাপড় দিয়ে ঢেকে রাখে মুখ। বাইরের রাজ্য থেকে আসে তারা। এই দলের সদস্যরা দিনের বেলা শাড়ি ও খেলনা বিক্রির কাজ করে। রাতে ডাকাতি করতে বেরোয়। পুলিশ জানিয়েছে, শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাঁদের ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।