০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা, আসানসোল মিলিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল লকার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্ক: পার্থ, অনুব্রত’র পরে এবার খবরের শিরোনামে রাজ্যের মন্ত্রীর মলয় ঘটকের নাম। রাজ্য রাজনীতির উত্তপ্ত বাতাবরণের মধ্যে আজ সাত সকাল থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়িতে হানা দেয় সিবিআই। কলকাতা আসানসোল মিলিয়ে অভিযান চালানো হচ্ছে।

মন্ত্রীর সিএ-র বাড়িতেও সিবিআই হানা দিয়েছে বলে খবর। বুধবার মলয়  ঘটকের আসানসোলের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থা। একটি বাড়ি তালা বন্ধ দেখে অন্য আরেকটি বাড়িতে গিয়ে  সিবিআই তল্লাশি শুরু করে। পরে তার অফিসে যায় কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার দল।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

সূত্রের খবর, মলয় ঘটকের আসানসোলের বাড়িতে যখন সিবিআই অভিযান চালাচ্ছে ঠিক তখনই মন্ত্রীর কলকাতার লেক গার্ডেন্সে বাড়িতে সিবিআই হানা দেয়। কলকাতা এবং আসানসোল-সহ  অন্তত সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এর তদন্তকারী দল।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

বুধবার  প্রথমে আসানসোলের আফতার রোড গার্ডেন, এবং জেলিডাঙ্গায় মন্ত্রীর দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। পরে তার পৈতৃক বাড়িতে হানা দেওয়া হয়। মন্ত্রী পরিবারের সদস্যদের মোবাইল ফোনও জমা রাখা হয়েছে বলে জানা গেছে। আলিপুরে মলয় ঘটকের সিএ-এর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। সঙ্গেই মলয় ঘটকের ছেলের বাড়ির আলমারির এবং লকারের তারা ভাঙা হচ্ছে বলেও  সূত্রের খবর। এর আগেও কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে ডেকে পাঠানো হয়েছে।  এর আগেও পুরসভা ভোটের সময় কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের পূর্ত এবং আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা, আসানসোল মিলিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল লকার

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পার্থ, অনুব্রত’র পরে এবার খবরের শিরোনামে রাজ্যের মন্ত্রীর মলয় ঘটকের নাম। রাজ্য রাজনীতির উত্তপ্ত বাতাবরণের মধ্যে আজ সাত সকাল থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়িতে হানা দেয় সিবিআই। কলকাতা আসানসোল মিলিয়ে অভিযান চালানো হচ্ছে।

মন্ত্রীর সিএ-র বাড়িতেও সিবিআই হানা দিয়েছে বলে খবর। বুধবার মলয়  ঘটকের আসানসোলের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থা। একটি বাড়ি তালা বন্ধ দেখে অন্য আরেকটি বাড়িতে গিয়ে  সিবিআই তল্লাশি শুরু করে। পরে তার অফিসে যায় কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার দল।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

সূত্রের খবর, মলয় ঘটকের আসানসোলের বাড়িতে যখন সিবিআই অভিযান চালাচ্ছে ঠিক তখনই মন্ত্রীর কলকাতার লেক গার্ডেন্সে বাড়িতে সিবিআই হানা দেয়। কলকাতা এবং আসানসোল-সহ  অন্তত সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এর তদন্তকারী দল।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

বুধবার  প্রথমে আসানসোলের আফতার রোড গার্ডেন, এবং জেলিডাঙ্গায় মন্ত্রীর দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। পরে তার পৈতৃক বাড়িতে হানা দেওয়া হয়। মন্ত্রী পরিবারের সদস্যদের মোবাইল ফোনও জমা রাখা হয়েছে বলে জানা গেছে। আলিপুরে মলয় ঘটকের সিএ-এর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। সঙ্গেই মলয় ঘটকের ছেলের বাড়ির আলমারির এবং লকারের তারা ভাঙা হচ্ছে বলেও  সূত্রের খবর। এর আগেও কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে ডেকে পাঠানো হয়েছে।  এর আগেও পুরসভা ভোটের সময় কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের পূর্ত এবং আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন