প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ফলাফল

- আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার
- / 23
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। দ্বাদশ শ্রেণির মতো দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার কমেছে। পাশের হার ৯৩.১২ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট resuts.cbse.nic.in এবং cbseresuts.nic.in থেকে রেজাল্ট দেখা যাবে। পাশাপাশি DigiLocker থেকেও সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে ত্রিবান্দ্রম অঞ্চল (৯৯.৯১ শতাংশ)। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সবথেকে কম পাশের হার গুয়াহাটিতে (৭৬.৯ শতাংশ)। ছেলেদের পিছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা। মেয়েদের পাশের ছিল ৯৪.২৫ শতাংশ। ছেলেদের ছিল ৯২.২৭ শতাংশ। সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ২১,৮৪, ১১৭ জন। পরীক্ষায় বসেছিল ২১,৬৫,৮০৫ জন। পাশ করেছে ২০,১৬,৭৭৯ জন। পাশের হার ৯৩.১২ শতাংশ।
৫) স্কুলভিত্তিকে পাশের নিরিখে শীর্ষে আছে জওহর নবোদয় বিদ্যালয় (৯৯.১৪ শতাংশ)। এর পর রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় (৯৮ শতাংশ), স্বশাসিত প্রতিষ্ঠান (৯৫.২৭ শতাংশ), সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল অ্যাডমিনিস্ট্রেশন (৯৩.৮৬ শতাংশ), সরকার-পোষিত প্রতিষ্ঠান (৮১.৫৭ শতাংশ) এবং সরকারি স্কুল (৮০.৩৮ শতাংশ)।