১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেটি বাঁচাও স্লোগানের আড়ালে ধর্ষক বাঁচাচ্ছে কেন্দ্র সরকার, বিলকিস মামলায় সোচ্চার রাহুল, প্রিয়াঙ্কা

পুবের কলম, ওয়েবডেস্ক : বিলকিস বানো মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তিতে  কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন  কংগ্রেস  নেতা  রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। কেন্দ্রকে কটাক্ষ  করে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন দুজনেই।

বৃহস্পতিবার প্রিয়াঙ্কা বলেন,  কেন্দ্র সরকার আগে নিজের অবস্থান স্পষ্ট করুক। বিলকিসের মামলায় ১১ জন সাজাপ্রাপ্তের মুক্তির বিষয়ে নীরব ভূমিকা পালন করছে সরকার।

আরও পড়ুন: সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

প্রিয়াঙ্কা হিন্দিতে একটি ট্যুইট করে বলেছেন, ‘ধর্ষণের দায়ে অভিযুক্ত ১১ জনের মুক্তির বিষয়ে নীরবতা পালন করে, ক্যামেরায় তাদের স্বাগত-সমর্থন জানিয়ে কেন্দ্র সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। তবে ভারতের মহিলারা  দেশের সংবিধানে বিশ্বাসী। জীবনের  শেষ প্রান্তে দাঁড়ানো নারীকেও সংবিধান সাহস জোগায় ন্যায়ের জন্য লড়াই করার’।

আরও পড়ুন: MGNREGA ভেঙে ফেলার অভিযোগ রাহুল গান্ধীর, মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ

অন্যদিকে রাহুল গান্ধি বিলকিস মামলায় বলেন, যারা বেটি বাঁচাও’  এর মতো ফাঁকা স্লোগান  দিচ্ছে  তারা “ধর্ষককে বাঁচাচ্ছে”।  রাহুল বলেন, দেশের মহিলাদের সম্মান ও অধিকার এখন প্রশ্নের মুখে।

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

রাহুল ও প্রিয়াঙ্কা  গান্ধি বৃহস্পতিবার গুজরা্ত দাঙ্গায় বেঁচে যাওয়া বিলকিস বানোর জন্য ন্যায়বিচারের দাবি তুলে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করেছেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে বিলকিস মামলায় ১১ জন কারাদণ্ডে দণ্ডিত আসামিকে মুক্তি দেয় গোধরা সাব জেল। এত  জঘন্য অপরাধ করার পরেও কিভাবে এই  ১১ জনকে মুক্তি দেওয়া হল তা নিয়ে সরব হয়েছে গোটা দেশ।  এই মামলায় হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় কেন্দ্র ও গুজরাত সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত।

 

সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেটি বাঁচাও স্লোগানের আড়ালে ধর্ষক বাঁচাচ্ছে কেন্দ্র সরকার, বিলকিস মামলায় সোচ্চার রাহুল, প্রিয়াঙ্কা

আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : বিলকিস বানো মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তিতে  কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন  কংগ্রেস  নেতা  রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। কেন্দ্রকে কটাক্ষ  করে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন দুজনেই।

বৃহস্পতিবার প্রিয়াঙ্কা বলেন,  কেন্দ্র সরকার আগে নিজের অবস্থান স্পষ্ট করুক। বিলকিসের মামলায় ১১ জন সাজাপ্রাপ্তের মুক্তির বিষয়ে নীরব ভূমিকা পালন করছে সরকার।

আরও পড়ুন: সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

প্রিয়াঙ্কা হিন্দিতে একটি ট্যুইট করে বলেছেন, ‘ধর্ষণের দায়ে অভিযুক্ত ১১ জনের মুক্তির বিষয়ে নীরবতা পালন করে, ক্যামেরায় তাদের স্বাগত-সমর্থন জানিয়ে কেন্দ্র সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। তবে ভারতের মহিলারা  দেশের সংবিধানে বিশ্বাসী। জীবনের  শেষ প্রান্তে দাঁড়ানো নারীকেও সংবিধান সাহস জোগায় ন্যায়ের জন্য লড়াই করার’।

আরও পড়ুন: MGNREGA ভেঙে ফেলার অভিযোগ রাহুল গান্ধীর, মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ

অন্যদিকে রাহুল গান্ধি বিলকিস মামলায় বলেন, যারা বেটি বাঁচাও’  এর মতো ফাঁকা স্লোগান  দিচ্ছে  তারা “ধর্ষককে বাঁচাচ্ছে”।  রাহুল বলেন, দেশের মহিলাদের সম্মান ও অধিকার এখন প্রশ্নের মুখে।

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

রাহুল ও প্রিয়াঙ্কা  গান্ধি বৃহস্পতিবার গুজরা্ত দাঙ্গায় বেঁচে যাওয়া বিলকিস বানোর জন্য ন্যায়বিচারের দাবি তুলে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করেছেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে বিলকিস মামলায় ১১ জন কারাদণ্ডে দণ্ডিত আসামিকে মুক্তি দেয় গোধরা সাব জেল। এত  জঘন্য অপরাধ করার পরেও কিভাবে এই  ১১ জনকে মুক্তি দেওয়া হল তা নিয়ে সরব হয়েছে গোটা দেশ।  এই মামলায় হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় কেন্দ্র ও গুজরাত সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত।