০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রের ‘তথ্য সুরক্ষা বিল’ আসন্ন বর্ষাকালীন অধিবেশনে

ইমামা খাতুন
  • আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 10

পুবের কলম,ওয়েবডেস্ক: সংসদের বর্ষাকালীন অধিবেশনেই ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল আনছে কেন্দ্র। মঙ্গলবার  সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে জানানো হয় জুলাই মাসেই সংসদে পেশ হবে এই বিল। বিচারপতি কেএম যোশেফ, বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমারের সাংবিধানিক বেঞ্চে আগস্টে ফের এই মামলার শুনানি হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল বেঙ্কটরামানি বেঞ্চকে জানান, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন বিলের প্রস্তুতি প্রায় শেষ, সংসদের আগামী বর্ষকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে। পাঁচ বিচারপতির বেঞ্চ জানতে চায়, জুলাইয়ে তালিকা তৈরি করলে তা বিবেচনাধীন হবে। আগস্টে তা ব্যবহারিক হবে।

গত বছর শীর্ষ আদালত সরকার বা সংসদের সামনে বিল পেশ করতে বলেছিল যা ব্যবহারকারীদের গোপনীয়তার উদ্বেগ এবং হোয়াটসঅ্যাপে অনুসরণ করা মানগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কেন্দ্র বলেছিল, ভারতীয় উপভোক্তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের অন্যান্য দেশের উপভোক্তাদের মধ্যে বৈষম্য করা যাবে না, যে কারণে সরকার পুরনো ডেটা সুরক্ষা বিল প্রত্যাহার করে নতুন বিল পেশ করতে চলেছে।

আবেদনকারীর পক্ষে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান বেঞ্চকে জানান, ভারতীয় উপভোক্তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অন্যদেশে বিশেষ করে ইউরোপীয়ানের দেশগুলির তথ্যের গোপনীয়তা যতটা উচ্চমানের সেই মান ভারতে প্রচলিত নেই।

হোয়াটসঅ্যাপের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল বেঞ্চকে জানান, ইউরোপীয় দেশগুলির নিজস্ব আইন রয়েছে সেখানে যা প্রযোজ্য, কিন্তু ভারতে কোম্পানির চলতি আইনকেই অনুসরণ করে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রের ‘তথ্য সুরক্ষা বিল’ আসন্ন বর্ষাকালীন অধিবেশনে

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সংসদের বর্ষাকালীন অধিবেশনেই ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল আনছে কেন্দ্র। মঙ্গলবার  সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে জানানো হয় জুলাই মাসেই সংসদে পেশ হবে এই বিল। বিচারপতি কেএম যোশেফ, বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমারের সাংবিধানিক বেঞ্চে আগস্টে ফের এই মামলার শুনানি হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল বেঙ্কটরামানি বেঞ্চকে জানান, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন বিলের প্রস্তুতি প্রায় শেষ, সংসদের আগামী বর্ষকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে। পাঁচ বিচারপতির বেঞ্চ জানতে চায়, জুলাইয়ে তালিকা তৈরি করলে তা বিবেচনাধীন হবে। আগস্টে তা ব্যবহারিক হবে।

গত বছর শীর্ষ আদালত সরকার বা সংসদের সামনে বিল পেশ করতে বলেছিল যা ব্যবহারকারীদের গোপনীয়তার উদ্বেগ এবং হোয়াটসঅ্যাপে অনুসরণ করা মানগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কেন্দ্র বলেছিল, ভারতীয় উপভোক্তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের অন্যান্য দেশের উপভোক্তাদের মধ্যে বৈষম্য করা যাবে না, যে কারণে সরকার পুরনো ডেটা সুরক্ষা বিল প্রত্যাহার করে নতুন বিল পেশ করতে চলেছে।

আবেদনকারীর পক্ষে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান বেঞ্চকে জানান, ভারতীয় উপভোক্তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অন্যদেশে বিশেষ করে ইউরোপীয়ানের দেশগুলির তথ্যের গোপনীয়তা যতটা উচ্চমানের সেই মান ভারতে প্রচলিত নেই।

হোয়াটসঅ্যাপের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল বেঞ্চকে জানান, ইউরোপীয় দেশগুলির নিজস্ব আইন রয়েছে সেখানে যা প্রযোজ্য, কিন্তু ভারতে কোম্পানির চলতি আইনকেই অনুসরণ করে।