১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ৫ মে ২০২৫, সোমবার
  • / 156

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ প্রায় দু’সপ্তাহ হয়ে গেল নিখোঁজ বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। গত ১৩ দিন ধরে খোঁজ নেই তাঁর। পহেলগাঁওতে জঙ্গি হামলায় সীমান্তে টহলদারি বাড়ায় বিএসএফ। সেই কাজ করতে গিয়ে ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়েন পুনম কুমার সাউ। সম্ভবত পাক রেঞ্জার্সের হাতে বন্দি জওয়ান পুনম সাউ। বিদেশমন্ত্রকের তরফে কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। সম্পূর্ণ অন্ধকারে পরিবার। কিছুদিন আগে স্বামীর খোঁজে পুনম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ও পরিবারের কয়েকজন পাঠানকোট গিয়েছিলেন। এখানেই পুনমের পোস্টিং ছিল। কর্মস্থলে গিয়ে স্বামীর কোনও খোঁজ পাননি অন্তঃসত্ত্বা স্ত্রী। শুধুই আশ্বাস নিয়ে ফিরে এসেছেন তিনি।

এই পরিস্থিতিতে পুনমকে ফেরানোর দাবিতে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বহরমপুর রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”খুবই দুঃখজনক ঘটনা। আমাদের জওয়ান, সাউজির খবর নেই। আমাদের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে।”

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ একজন স্থানীয় বাসিন্দার। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। জাতীয় নিরাপত্তা বাড়াতে মরিয়া কেন্দ্রীয় সরকার। সীমান্তে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওই বিষয়ে কেন্দ্র যা পদক্ষেপ নেবে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। ভাগাভাগি আমরা করি না।” এরপরই তাঁকে পুনম সাউকে নিয়ে প্রশ্ন করা হয়। তাতে মমতা বলেন, “আমরা সবরকমভাবে পরিবারের পাশে আছি, সর্বক্ষণ যোগাযোগ রাখছি। পুনম সাউকে ফেরাতেই হবে।” তবে  এনিয়ে এখনও পর্যন্ত বিদেশমন্ত্রক কোনও বক্তব্য প্রকাশ করেনি। জওয়ানকে ফেরাতে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে  তাও সম্পূর্ণ ধোঁয়াশা।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ প্রায় দু’সপ্তাহ হয়ে গেল নিখোঁজ বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। গত ১৩ দিন ধরে খোঁজ নেই তাঁর। পহেলগাঁওতে জঙ্গি হামলায় সীমান্তে টহলদারি বাড়ায় বিএসএফ। সেই কাজ করতে গিয়ে ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়েন পুনম কুমার সাউ। সম্ভবত পাক রেঞ্জার্সের হাতে বন্দি জওয়ান পুনম সাউ। বিদেশমন্ত্রকের তরফে কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। সম্পূর্ণ অন্ধকারে পরিবার। কিছুদিন আগে স্বামীর খোঁজে পুনম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ও পরিবারের কয়েকজন পাঠানকোট গিয়েছিলেন। এখানেই পুনমের পোস্টিং ছিল। কর্মস্থলে গিয়ে স্বামীর কোনও খোঁজ পাননি অন্তঃসত্ত্বা স্ত্রী। শুধুই আশ্বাস নিয়ে ফিরে এসেছেন তিনি।

এই পরিস্থিতিতে পুনমকে ফেরানোর দাবিতে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বহরমপুর রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”খুবই দুঃখজনক ঘটনা। আমাদের জওয়ান, সাউজির খবর নেই। আমাদের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে।”

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ একজন স্থানীয় বাসিন্দার। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। জাতীয় নিরাপত্তা বাড়াতে মরিয়া কেন্দ্রীয় সরকার। সীমান্তে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওই বিষয়ে কেন্দ্র যা পদক্ষেপ নেবে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। ভাগাভাগি আমরা করি না।” এরপরই তাঁকে পুনম সাউকে নিয়ে প্রশ্ন করা হয়। তাতে মমতা বলেন, “আমরা সবরকমভাবে পরিবারের পাশে আছি, সর্বক্ষণ যোগাযোগ রাখছি। পুনম সাউকে ফেরাতেই হবে।” তবে  এনিয়ে এখনও পর্যন্ত বিদেশমন্ত্রক কোনও বক্তব্য প্রকাশ করেনি। জওয়ানকে ফেরাতে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে  তাও সম্পূর্ণ ধোঁয়াশা।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর