অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ডাক্তার দেখাতে না পেরে চিকিৎসককে থাপ্পর মুখ্যমন্ত্রীর মেয়ের

- আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রীর মেয়ে, তাই সুযোগ সুবিধে পেয়ে থাকা টাই অভ্যেস।কিন্তু ঘটে গেল অন্য আর এক ঘটনা!মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ে নির্দিষ্ট সাক্ষাৎকার ছাড়াই গিয়েছিলেন চিকিৎসকের কাছে।তরুণ চর্ম বিশেষজ্ঞ বলেন,অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তার পক্ষে রোগী দেখা সম্ভব নয়।এতটা অবাধ্যতা মেনে নিতে পারেননি মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মেয়ে। মেরে দিলেন সপাটে থাপ্পর!আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম জুড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,তরুণ চিকিৎসক তার কথা অমান্য করায়, তাঁর উপর ঝাপিয়ে পড়েন মুখ্যমন্ত্রীর মেয়ে।তরুণ চিকিৎসক কোনওমতে সেই হামলা থেকে নিজেকে বাঁচান।এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।এই পরিস্থিতির সামাল দিতে মেয়ের কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বাবা।
উল্লেখ্য, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মেয়ে মিলারি ছাংতে।এদিন কোনও রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিজোরামের রাজধানী আইজলের একটি চর্ম রোগ চিকিৎসা কেন্দ্রে হাজির হন তিনি।কিন্তু চিকিৎসকের সাফ কথা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তাঁকে দেখবেন না।অন্য রোগীদের মতোই তাঁকেও আগেভাগে নাম লিখিয়ে আসতে হবে। এতেই রেগে আগুন হয়ে যায় মিলারি ছাংতে।এই ঘটনা জনসমক্ষে আসতেই মুখ্যমন্ত্রী ও তার পরিবারিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সরব হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মিজোরাম শাখা।তবে মেয়ের এই কাণ্ডে তীব্র দুঃখ প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার।তিনি সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, এই ধরণের ঘটনা অনভিপ্রেত।গোটা ঘটনার জেরে মেয়ের হয়ে ক্ষমা চান তিনি।