০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারে!

সুস্মিতা
  • আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
  • / 107

মহিলাদের অশালীন মন্তব্য ট্রাম্পের

পুবের কলম, ওয়েবডেস্ক:  যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারে! মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরেই রূপান্তরকামীদের অধিকারে কাঁচি চালিয়েছেন ট্রাম্প। তারপরেই মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য তাঁর কণ্ঠে। উল্লেখ্য, ট্রাম্প সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন মহিলারা। যেমন প্রেস সেক্রেটারি ক্যারোনিল লিভিট, অ্যার্টনি জেনারেল পাম বন্ডি, চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। ট্রাম্পকে প্রায়ই দেখা যায়, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে মহিলাদের নিয়োগকে প্রাধান্য দিতে। সেই রেশ ধরেই ট্রাম্পের কাছে নারীদের সম্পর্কে জানতে চাওয়া হয়।

আরও পড়ুন: Eid ul-Fitr-র দিনও গাজায় ইসরাইলি হামলা, নিহত ২০

এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন ছুড়ে দেন, ‘পুরুষ এবং মহিলারা আলাদা, সেটা বোঝা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ?’ ওই সাংবাদিক আরও বলেন, ‘আসলে ডেমোক্র্যাটরা তো এই প্রশ্নের জবাব দিতে পারেন না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম।’ প্রশ্ন শুনেই ট্রাম্প বলেন, এর উত্তর দেওয়া খুব সহজ। মার্কিন প্রেসিডেন্টের মতে, ‘মহিলারা এমন মানুষ, যিনি যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারেন। তাঁর মধ্যে ভারসাম্য রয়েছে। পুরুষদের তুলনায় মহিলাদের বুদ্ধি অনেক বেশি বলেই লক্ষ্য করেছি আমি।’ মুচকি হেসে ট্রাম্পের দাবি, পুরুষদের সফল হওয়ার সুযোগই দেন না মহিলারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারে!

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

মহিলাদের অশালীন মন্তব্য ট্রাম্পের

পুবের কলম, ওয়েবডেস্ক:  যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারে! মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরেই রূপান্তরকামীদের অধিকারে কাঁচি চালিয়েছেন ট্রাম্প। তারপরেই মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য তাঁর কণ্ঠে। উল্লেখ্য, ট্রাম্প সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন মহিলারা। যেমন প্রেস সেক্রেটারি ক্যারোনিল লিভিট, অ্যার্টনি জেনারেল পাম বন্ডি, চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। ট্রাম্পকে প্রায়ই দেখা যায়, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে মহিলাদের নিয়োগকে প্রাধান্য দিতে। সেই রেশ ধরেই ট্রাম্পের কাছে নারীদের সম্পর্কে জানতে চাওয়া হয়।

আরও পড়ুন: Eid ul-Fitr-র দিনও গাজায় ইসরাইলি হামলা, নিহত ২০

এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন ছুড়ে দেন, ‘পুরুষ এবং মহিলারা আলাদা, সেটা বোঝা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ?’ ওই সাংবাদিক আরও বলেন, ‘আসলে ডেমোক্র্যাটরা তো এই প্রশ্নের জবাব দিতে পারেন না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম।’ প্রশ্ন শুনেই ট্রাম্প বলেন, এর উত্তর দেওয়া খুব সহজ। মার্কিন প্রেসিডেন্টের মতে, ‘মহিলারা এমন মানুষ, যিনি যেকোনও পরিস্থিতিতে সন্তানের জন্ম দিতে পারেন। তাঁর মধ্যে ভারসাম্য রয়েছে। পুরুষদের তুলনায় মহিলাদের বুদ্ধি অনেক বেশি বলেই লক্ষ্য করেছি আমি।’ মুচকি হেসে ট্রাম্পের দাবি, পুরুষদের সফল হওয়ার সুযোগই দেন না মহিলারা।