২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভারতীয়দের উপরে গুপ্তচরবৃত্তি করছে চিন’- সরকার ২৩২ বেটিং, লোন অ্যাপ ব্লক করল: রিপোর্ট

ইমামা খাতুন
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 125

পুবের কলম ওয়েবডেস্ক:  ভারতে ২৩২টি অ্যাপকে নিষিদ্ধ অথবা ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৩৮ বেটিং অ্যাপ ও ৯৪টি লোন লেন্ডিং অ্যাপ রয়েছে। চিনা যোগের অভিযোগে জরুরী ভিত্তিতে এই অ্যাপগুলিকে ভারত থেকে নিষিদ্ধ অথবা ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে।রবিবার সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে।

উল্লেখ্য,২০২০ সাল থেকেই ভারতে একাধিকবার বিপুল সংখ্যক অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। এই সব অ্যাপের বিরুদ্ধেই চিন যোগের অভিযোগ তুলেছিল নয়াদিল্লি। চিন সীমান্তে সংঘাতের পরিবেশ তৈরি হওয়ার পর থেকেই বেজিংয়ের বিরুদ্ধে একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেছিল সরকার। সম্প্রতি ফের একবার ২০০-র বেশি অ্যাপ নিষিদ্ধ হল ভারতে।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের উপরে গুপ্তচরবৃত্তি করছে চিন। যা ভারতীয় নাগরিকদের সংবেদনশীল তথ্য চিনের হাতে তুলে দেওয়া হচ্ছে।।রিপোর্টে আরও জানানো হয়েছে এই সব অ্যাপের মাথায় রয়েছে চিনা নাগরিকরা। তবে ভারতীয়দের কোম্পানির শীর্ষ পদে বসিয়ে সরকারের নজর ঘোরানোর চেষ্টা চলছে।কর্মকর্তারা ব্লক করা অ্যাপগুলোর নাম প্রকাশ করেননি।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভারতীয়দের উপরে গুপ্তচরবৃত্তি করছে চিন’- সরকার ২৩২ বেটিং, লোন অ্যাপ ব্লক করল: রিপোর্ট

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ভারতে ২৩২টি অ্যাপকে নিষিদ্ধ অথবা ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৩৮ বেটিং অ্যাপ ও ৯৪টি লোন লেন্ডিং অ্যাপ রয়েছে। চিনা যোগের অভিযোগে জরুরী ভিত্তিতে এই অ্যাপগুলিকে ভারত থেকে নিষিদ্ধ অথবা ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে।রবিবার সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে।

উল্লেখ্য,২০২০ সাল থেকেই ভারতে একাধিকবার বিপুল সংখ্যক অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। এই সব অ্যাপের বিরুদ্ধেই চিন যোগের অভিযোগ তুলেছিল নয়াদিল্লি। চিন সীমান্তে সংঘাতের পরিবেশ তৈরি হওয়ার পর থেকেই বেজিংয়ের বিরুদ্ধে একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেছিল সরকার। সম্প্রতি ফের একবার ২০০-র বেশি অ্যাপ নিষিদ্ধ হল ভারতে।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের উপরে গুপ্তচরবৃত্তি করছে চিন। যা ভারতীয় নাগরিকদের সংবেদনশীল তথ্য চিনের হাতে তুলে দেওয়া হচ্ছে।।রিপোর্টে আরও জানানো হয়েছে এই সব অ্যাপের মাথায় রয়েছে চিনা নাগরিকরা। তবে ভারতীয়দের কোম্পানির শীর্ষ পদে বসিয়ে সরকারের নজর ঘোরানোর চেষ্টা চলছে।কর্মকর্তারা ব্লক করা অ্যাপগুলোর নাম প্রকাশ করেননি।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের