পুবের কলম, ওয়েবডেস্ক: বড়দিন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উপর একাধিক হামলার চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। কোথাও বড়দিনের সাজসজ্জা ভাঙচুর, কোথাও ক্যারল গানের দলের উপর আক্রমণ, আবার কোথাও চার্চে সরাসরি হামলার অভিযোগ উঠেছে। অসমে ক্রিসমাস উপলক্ষে সাজানো এক স্কুলে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদীরা। পাশাপাশি বড়দিন পালনের জন্য জিনিস বিক্রির দোকানে গিয়েও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অসমের নলবাড়ি জেলার ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্তরা স্কুলে গিয়ে জয় শ্রী রাম স্লোগান দেন। সেই সঙ্গে বৃহস্পতিবার স্কুলে ক্রিসমাস পালন না করার জন্য হুমকি দিয়ে আসেন স্কুল কর্তৃপক্ষকে। নলবাড়ি শহরে বড়দিন পালনের জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছিল এমন কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এরই পাশাপাশ ছত্তিসগড়ের রায়পুরেও একটি মলে গিয়ে বড়দিনের জন্য সাজানো জিনিসপত্র ভাঙচুর করা হয়।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- নলবাড়ি জেলার বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক ভাস্কর ডেকা, সংগঠনের জেলা সহ-সভাপতি মানসজ্যোতি পাতগিরি, সহ-সম্পাদক বিজু দত্ত এবং বজরং দলের জেলা আহ্বায়ক নয়ন তালুকদারকে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই চার জন স্কুলের মধ্যে বেআইনি ভাবে প্রবেশ করেছিলেন। অভিযুক্তরা বাইরের সাজসজ্জা, আলো, গাছের টব এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। বেশ কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়ার ফলে সম্পত্তির ক্ষতি হয়েছে। এই চার জনের সঙ্গে আরও কয়েক জন ছিলেন। তাঁদের খোঁজ করা হচ্ছে।
এদিকে বড়দিন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উপর একাধিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই প্রেক্ষিতে বিজেপি ও আরএসএসের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে নিশানা করে থারুর বলেন, “এটা শুধু খ্রিস্টানদের উপর আক্রমণ নয়, এটা আমাদের সংবিধান ও সকল নাগরিকের উপর আঘাত।” তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাপট বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপর আক্রমণও বেড়েছে। বিশেষ করে কেরলের মতো রাজ্যে, যেখানে দীর্ঘদিন ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, সেখানে খ্রিস্টানদের উপর হামলা গভীর উদ্বেগের। থারুরের মতে, ধর্মাচরণের স্বাধীনতায় এই হস্তক্ষেপ দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রতিফলন।




























