০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
Breaking: এগরায় বিস্ফোরণে ঘটনায় তদন্ত করবে সিআইডি, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৬ মে ২০২৩, মঙ্গলবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: এগরায় বিস্ফোরণে ঘটনায় তদন্ত করবে সিআইডি। তবে এনআইএ আমার কোনও আপত্তি নেই। তবে এনআইএ তদন্ত করলে, যেন আসল অপরাধীরা ধরা পড়ে। আগেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। জামিন পেয়ে আবার বে-আইনি কারখানা শুরু করেছিল। নিহতদের পরিবারকে আড়াই লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইসি ডেকে জিজ্ঞাসা করব, কেন তার কাছে এই বে-আইনি কারখানার খবর ছিল না। অভিযুক্ত যেখানেই পালাক আমরা ধরে আনবই। বিস্ফোরণে পরেই ওড়িশার দিকে পালিয়েছে। ঘটনাস্থলে এডিজি জ্ঞানবন্ত সিংকে পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।