০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

OPERATION SINDOOR: পরিস্থিতি বিবেচনা করে বেসরকারি স্কুলগুলি ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর  

আবুল খায়ের
  • আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
  • / 319

পুবের কলম প্রতিবেদকঃ পহেলগাঁও হামলার পরে বদলা নিল ভারত। অপারেশন সিঁদুর (OPERATION SINDOOR)। এরপরই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তরফেও বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করছেন পহেলগাঁওয়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্য়ে কোনও বিভেদ নেই। সবাই আমরা দেশের পক্ষে। আমরা সেই সিদ্ধান্তেই এসেছি।’

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

মমতা বলেন, ‘আমাদের স্কুলগুলিতে(সরকারি ও সরকার পোষিত) সম্ভবত গরমের ছুটি পড়ে গিয়েছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে রিকোয়েস্ট করব, এজন্য গাইডলাইন পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে। আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলিতে ছুটি দিয়ে দিয়েছি। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। প্রাইভেট স্কুল যারা আছেন তারা যদি দয়া করে অনুগ্রহ করে আপনারা আপনাদের ছুটিটা যদি রবীন্দ্র জয়ন্তী থেকে করে দেন তাহলে ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকলেই ভালো। বাড়িতে থেকে পড়াশোনা করুক। আপনাদের তো ছুটি হবে। কেউ আট দশদিন বাদে হবে। পাঁচদিন বাদে। কেউ সাত দিন বাদে হবে।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, কৌস্তভ বাগচির বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত ইতিমধ্যই অপারেশন সিঁদুরের পরেই কাশ্মীর উপত্যকায় বিভিন্ন স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এবার বাংলার সমস্ত স্কুলই বন্ধ করার জন্য় অনুরোধ। অনুরোধ করলেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এ কার্যকর হওয়া ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন

তবে তিনি কোনও ক্ষেত্রেই আতঙ্কিত না হওয়ার জন্য় আবেদন করেছেন। কোথাও যাতে সোশ্যাল মিডিয়ায় কোনও ভুল তথ্য, উসকানিমূলক তথ্য ছড়ানো না হয়, বিভ্রান্তিমূলক তথ্য় ছড়ানো না হয় সে ব্যাপারেও বিভিন্ন মহল থেকে আবেদন করা হয়েছে।

মমতা বলেন, ‘আতঙ্ক ছড়াবেন না। সব খবর যে বিশ্বাস করতে হবে এমন কোনও মানে নেই। যারা বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন কিন্তু আসছে। এটা দেশকে রক্ষার সময়। যারা লড়াই করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা সবাই পালন করব। আপনারা নিজে থেকে কখনও বলবেন না এই জায়গায় আক্রান্ত হতে পারে, এটা আপনার দেখার ব্যাপার নয়, আপনাদের দেখার ব্যাপার নয়। বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, তারা নজর রাখবেন। আপনাদের কাছে কোনও তথ্য় থাকলে আমরা একটা নম্বর দেব, সেই নম্বরে মেসেজ পাঠাতে পারেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ২৪ ঘণ্টা খোলা থাকছে। নর্থ বেঙ্গলেো করতে বলা হয়েছে। পুলিশকে সতর্ক করা হয়েছে। ডিএম এসপিকে সতর্ক করা হয়েছে। আইসিরা বিডিও রা নজরদারি রাখবেন। ‘

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

OPERATION SINDOOR: পরিস্থিতি বিবেচনা করে বেসরকারি স্কুলগুলি ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর  

আপডেট : ৭ মে ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ পহেলগাঁও হামলার পরে বদলা নিল ভারত। অপারেশন সিঁদুর (OPERATION SINDOOR)। এরপরই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তরফেও বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করছেন পহেলগাঁওয়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্য়ে কোনও বিভেদ নেই। সবাই আমরা দেশের পক্ষে। আমরা সেই সিদ্ধান্তেই এসেছি।’

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

মমতা বলেন, ‘আমাদের স্কুলগুলিতে(সরকারি ও সরকার পোষিত) সম্ভবত গরমের ছুটি পড়ে গিয়েছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে রিকোয়েস্ট করব, এজন্য গাইডলাইন পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে। আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলিতে ছুটি দিয়ে দিয়েছি। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। প্রাইভেট স্কুল যারা আছেন তারা যদি দয়া করে অনুগ্রহ করে আপনারা আপনাদের ছুটিটা যদি রবীন্দ্র জয়ন্তী থেকে করে দেন তাহলে ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকলেই ভালো। বাড়িতে থেকে পড়াশোনা করুক। আপনাদের তো ছুটি হবে। কেউ আট দশদিন বাদে হবে। পাঁচদিন বাদে। কেউ সাত দিন বাদে হবে।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, কৌস্তভ বাগচির বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত ইতিমধ্যই অপারেশন সিঁদুরের পরেই কাশ্মীর উপত্যকায় বিভিন্ন স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এবার বাংলার সমস্ত স্কুলই বন্ধ করার জন্য় অনুরোধ। অনুরোধ করলেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এ কার্যকর হওয়া ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন

তবে তিনি কোনও ক্ষেত্রেই আতঙ্কিত না হওয়ার জন্য় আবেদন করেছেন। কোথাও যাতে সোশ্যাল মিডিয়ায় কোনও ভুল তথ্য, উসকানিমূলক তথ্য ছড়ানো না হয়, বিভ্রান্তিমূলক তথ্য় ছড়ানো না হয় সে ব্যাপারেও বিভিন্ন মহল থেকে আবেদন করা হয়েছে।

মমতা বলেন, ‘আতঙ্ক ছড়াবেন না। সব খবর যে বিশ্বাস করতে হবে এমন কোনও মানে নেই। যারা বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন কিন্তু আসছে। এটা দেশকে রক্ষার সময়। যারা লড়াই করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা সবাই পালন করব। আপনারা নিজে থেকে কখনও বলবেন না এই জায়গায় আক্রান্ত হতে পারে, এটা আপনার দেখার ব্যাপার নয়, আপনাদের দেখার ব্যাপার নয়। বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, তারা নজর রাখবেন। আপনাদের কাছে কোনও তথ্য় থাকলে আমরা একটা নম্বর দেব, সেই নম্বরে মেসেজ পাঠাতে পারেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ২৪ ঘণ্টা খোলা থাকছে। নর্থ বেঙ্গলেো করতে বলা হয়েছে। পুলিশকে সতর্ক করা হয়েছে। ডিএম এসপিকে সতর্ক করা হয়েছে। আইসিরা বিডিও রা নজরদারি রাখবেন। ‘