পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বারবার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহ ও অত্যাচারের অভিযোগ উঠছে। এই ঘটনাগুলিকে ‘নির্মম ও অমানবিক’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলাভাষী হওয়ার কারণে কাউকে নিশানা করা সম্পূর্ণ অসাংবিধানিক এবং নিন্দনীয়। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যেই বাংলাভাষী মানুষ, বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। ইতিমধ্যে অন্তত ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর সামনে এসেছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য সরকার নিগৃহীত ও সন্ত্রস্ত পরিযায়ী পরিবারগুলির পাশে রয়েছে এবং সব ধরনের সহযোগিতা দেবে। যেখানে মৃত্যু ঘটেছে, সেখানে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মুখ্যমন্ত্রী বিশেষভাবে ওড়িশার সম্বলপুরে জঙ্গিপুরের সুতি এলাকার তরুণ পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, নিহতের পরিবারের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে এবং আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না।” তিনি আরও জানান, জুয়েল রানার ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় জিরো এফআইআর দায়ের করেছে এবং ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সহায়তার জন্য রাজ্য পুলিশের একটি দল ওড়িশায় গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।




































