মাত্র ৫৫ তেই প্রয়াত পাঠচক্র কোচ পার্থ সেন

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 22
পুবের কলম ওয়েবডেস্ক : সাতসকালে দুঃসংবাদ। প্রয়াত পাঠচক্র কোচ পার্থ সেন। সকালে অনুশীলনে যাবেন বলে বাড়ি থেকে বের হচ্ছিলেন। কিন্তু অনুশীলনে আর যাওয়া হলো না। আর কোনদিনই পাঠচক্রের অনুশীলনে যাবেন ও না।
সকালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাবার সুযোগটুকুও পর্যন্ত দিলেন না। মাত্র ৫৫ বছর বয়সেই থামলেও পাঠচক্র কোচ পার্থ সেনের জীবন । তার মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।
ফুটবল অন্ত প্রাণ নবাব ভট্টাচার্য তার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে সঙ্গে পাঠচক্রেরও মালিকানা নিয়ে নেন। কোচ করেন পার্থ সেনকে। পার্থ সেনের প্রশিক্ষণে কলকাতা লিগে দাপিয়ে খেলেছে পাঠচক্র। সন্তোষ ট্রফিতে ও বাংলা দলের দায়িত্ব সামলেছেন পার্থ সেন। তার মৃত্যুতে শোকাহত বাংলার ফুটবল মহল।