১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সম্মতি ছাড়া ৫ বছর ধরে সহবাস সম্ভব নয়! এটাকে ধর্ষণ বলা যায় না, রায় কর্নাটক হাইকোর্টের 

পুবের কলম ওয়েবডেস্ক: সম্মতি নিয়ে সহবাস করলে তাকে কখনই ধর্ষণ বলা যায়না। একটি মামলা প্রসঙ্গে এমনটাই রায় দিলেন কর্নাটক হাইকোর্ট। সোমবার এক   ব্যক্তির বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে পাঁচ বছর ধরে ধর্ষণ এবং বিশ্বাসভঙ্গের মামলা চলছিল কর্নাটক হাইকোর্টে। সেই মামলা প্রসঙ্গে বিচারপতি এম নাগপ্রসন্ন এহেন মন্তব্য করেন।

মামলার শুনানিতে বিচারপতি এম নাগাপ্রসন্ন বলেন, ‘কয়েক বার, কয়েক দিন কিংবা কয়েক মাস হলেও আলাদা কথা। কিন্তু পাঁচ বছর সম্মতি ছাড়া সহবাস অসম্ভব। পাঁচ বছর ধরে ইচ্ছের বিরুদ্ধে সম্মতি আদায় কি সম্ভব নাকি?’

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ অর্থাৎ প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও এনেছিলেন তরুণী। তা-ও খারিজ করে দিয়েছে আদালত। অভিযুক্ত প্রেমিকেরও দাবি, পাঁচ বছরের সম্পর্ক বিয়ের পরিণতি পাক, সেটা তিনিও চেয়েছিলেন। কিন্তু জাত নিয়ে দুই পরিবারের আপত্তি থাকায় তিনি বাধ্য হন পিছিয়ে আসতে।

ভারতীয় সংবিধানের ৩৭৫ ধারা অনুযায়ী সম্মতি না নিয়ে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ বলা হয় এবং ৩৭৬ ধারায় এই অপরাধের শাস্তির বিধান আছে। বেঙ্গালুরুর এই অভিযুক্ত তাঁর বিরুদ্ধে আনা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন কর্নাটক হাইকোর্টে। সেখানেই মিলল স্বস্তি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্মতি ছাড়া ৫ বছর ধরে সহবাস সম্ভব নয়! এটাকে ধর্ষণ বলা যায় না, রায় কর্নাটক হাইকোর্টের 

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সম্মতি নিয়ে সহবাস করলে তাকে কখনই ধর্ষণ বলা যায়না। একটি মামলা প্রসঙ্গে এমনটাই রায় দিলেন কর্নাটক হাইকোর্ট। সোমবার এক   ব্যক্তির বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে পাঁচ বছর ধরে ধর্ষণ এবং বিশ্বাসভঙ্গের মামলা চলছিল কর্নাটক হাইকোর্টে। সেই মামলা প্রসঙ্গে বিচারপতি এম নাগপ্রসন্ন এহেন মন্তব্য করেন।

মামলার শুনানিতে বিচারপতি এম নাগাপ্রসন্ন বলেন, ‘কয়েক বার, কয়েক দিন কিংবা কয়েক মাস হলেও আলাদা কথা। কিন্তু পাঁচ বছর সম্মতি ছাড়া সহবাস অসম্ভব। পাঁচ বছর ধরে ইচ্ছের বিরুদ্ধে সম্মতি আদায় কি সম্ভব নাকি?’

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ অর্থাৎ প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও এনেছিলেন তরুণী। তা-ও খারিজ করে দিয়েছে আদালত। অভিযুক্ত প্রেমিকেরও দাবি, পাঁচ বছরের সম্পর্ক বিয়ের পরিণতি পাক, সেটা তিনিও চেয়েছিলেন। কিন্তু জাত নিয়ে দুই পরিবারের আপত্তি থাকায় তিনি বাধ্য হন পিছিয়ে আসতে।

ভারতীয় সংবিধানের ৩৭৫ ধারা অনুযায়ী সম্মতি না নিয়ে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ বলা হয় এবং ৩৭৬ ধারায় এই অপরাধের শাস্তির বিধান আছে। বেঙ্গালুরুর এই অভিযুক্ত তাঁর বিরুদ্ধে আনা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন কর্নাটক হাইকোর্টে। সেখানেই মিলল স্বস্তি।