০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার
  • / 39

পুবের কলম ওয়েব ডেস্কঃ  কাতারে পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থাউব। এটি লম্বা হাতাসহ সাদা পূর্ণ দৈর্ঘ্যের পোশাক। যে পোশাক  কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রধানত পুরুষরাই পরেন। কাতার বাসীদের কাছে এই পোশাক হল জাতীয় মর্যাদার প্রতীক। আরবের প্রতিটা দেশে নিজস্ব থাউবের প্রচলন রয়েছে। অথচ সেই পোশাক নিয়ে কাতারে বিশ্বকাপের মঞ্চে ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলেন জার্মানির প্রাক্তন  ফুটবলার জান্দ্রো ভাগনার। যিনি বর্তমানে ফিফার প্যানেলের ধারাভাষ্যকার। এদিন নিজের করা সেই মন্তব্যের জন্য কাতারবাসীর কাছে ক্ষমা চাইলেন ভাগনার।

 

আরও পড়ুন: এগরায় বাজি বিস্ফোরণের ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

জার্মানি ও স্পেন ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ভাগনার। সেই সময় তিনি কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাককে স্নানের আগে কিংবা পরে ব্যবহৃত হওয়া ঢিলা গাউনের সঙ্গে তুলনা করে বসেন। বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের প্রাক্তন এই খেলোয়াড় কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘থাউব’ নিয়ে বলেন, ‘এরপরই আমি অনুধাবন করলাম, সেটা কাতারি বাথরোব।’

আরও পড়ুন: বিহারের মানুষকে অপমান করতে চাইনি, চাপে পড়ে ক্ষমাপ্রার্থী মন্ত্রী পীযুষ গোয়েল

 

আরও পড়ুন: বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম বিভ্রাট! অসুবিধার জন্য ক্ষমা চাইলো কর্তৃপক্ষ

কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাককে নিয়ে ব্যঙ্গ করার কারণে এই জার্মান ধারাভাষ্যকারকে নিয়ে ওঠে সমালোচনার ঝড়। অনেকে তার মন্তব্যেকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেন। সমালোচনার ঝড়ের সামনে পড়ে এদিন ক্ষমা চাইতে বাধ্য হলেন ভাগনার। এদিন এক বিবৃতিতে ভাগনার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন। ট্যুইটারে শেয়ার করে তার মন্তব্য ছিল ‘অসঙ্গত ও অনুপযুক্ত’। ভাগনার বলেন, ‘আমার মন্তব্যের কারণে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য ক্ষমাপ্রার্থী। আমার করা মন্তব্য ইচ্ছাকৃত ছিল না।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতারের পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  কাতারে পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থাউব। এটি লম্বা হাতাসহ সাদা পূর্ণ দৈর্ঘ্যের পোশাক। যে পোশাক  কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রধানত পুরুষরাই পরেন। কাতার বাসীদের কাছে এই পোশাক হল জাতীয় মর্যাদার প্রতীক। আরবের প্রতিটা দেশে নিজস্ব থাউবের প্রচলন রয়েছে। অথচ সেই পোশাক নিয়ে কাতারে বিশ্বকাপের মঞ্চে ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলেন জার্মানির প্রাক্তন  ফুটবলার জান্দ্রো ভাগনার। যিনি বর্তমানে ফিফার প্যানেলের ধারাভাষ্যকার। এদিন নিজের করা সেই মন্তব্যের জন্য কাতারবাসীর কাছে ক্ষমা চাইলেন ভাগনার।

 

আরও পড়ুন: এগরায় বাজি বিস্ফোরণের ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

জার্মানি ও স্পেন ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ভাগনার। সেই সময় তিনি কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাককে স্নানের আগে কিংবা পরে ব্যবহৃত হওয়া ঢিলা গাউনের সঙ্গে তুলনা করে বসেন। বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের প্রাক্তন এই খেলোয়াড় কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘থাউব’ নিয়ে বলেন, ‘এরপরই আমি অনুধাবন করলাম, সেটা কাতারি বাথরোব।’

আরও পড়ুন: বিহারের মানুষকে অপমান করতে চাইনি, চাপে পড়ে ক্ষমাপ্রার্থী মন্ত্রী পীযুষ গোয়েল

 

আরও পড়ুন: বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম বিভ্রাট! অসুবিধার জন্য ক্ষমা চাইলো কর্তৃপক্ষ

কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাককে নিয়ে ব্যঙ্গ করার কারণে এই জার্মান ধারাভাষ্যকারকে নিয়ে ওঠে সমালোচনার ঝড়। অনেকে তার মন্তব্যেকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেন। সমালোচনার ঝড়ের সামনে পড়ে এদিন ক্ষমা চাইতে বাধ্য হলেন ভাগনার। এদিন এক বিবৃতিতে ভাগনার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন। ট্যুইটারে শেয়ার করে তার মন্তব্য ছিল ‘অসঙ্গত ও অনুপযুক্ত’। ভাগনার বলেন, ‘আমার মন্তব্যের কারণে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য ক্ষমাপ্রার্থী। আমার করা মন্তব্য ইচ্ছাকৃত ছিল না।’