২০ শিশুর মৃত্যু: বিষাক্ত কফ সিরাপ-কাণ্ডে কোম্পানির মালিক গ্রেফতার

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 221
পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় কফ সিরাপ পান করার পর ২০ শিশুর মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। ওই প্রাণঘাতী সিরাপ প্রস্তুতকারী কোম্পানির মালিক রঙ্গনাথনকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে। চেন্নাই পুলিশের সহযোগিতায় মধ্যপ্রদেশ পুলিশ এই অভিযান চালায়।
সূত্র অনুযায়ী, ‘শ্রীসন ফার্মাসিউটিক্যালস’-এর মালিক রঙ্গনাথন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গত রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সুংগুভরছত্রমে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য যে, ছিন্দওয়াড়ার ১৮ জন এবং বেতুল জেলার ২ শিশুসহ মোট ২০ শিশুর মৃত্যু হয়েছিল ‘কোল্ডরিফ’ নামের কফ সিরাপ সেবনের পর। তদন্তে জানা গেছে, সিরাপে ডাইইথিলিন গ্লাইকোল নামের বিষাক্ত রাসায়নিকের মাত্রা স্বাভাবিক সীমার চেয়ে অনেক বেশি ছিল।
এর ফলে শিশুদের কিডনি বিকল হয়ে যায়। এ ঘটনার পর মধ্যপ্রদেশ সরকার শ্রীসন ফার্মার সব ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক প্রবীণ সোনিকে গ্রেফতার করা হয়েছে। তার জামিন আবেদন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (এডিজে), পারাসিয়া খারিজ করে দিয়েছেন।
অন্যদিকে ছিন্দওয়াড়ার সিএমএইচও ড. নরেশ গোনারে ও সিভিল সার্জনকে পদচ্যুত করা হয়েছে। নতুনভাবে ড. সুশীল কুমার দুবেকে সিএমএইচও-র দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ ইতিমধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। পাশাপাশি তামিলনাড়ুর ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নরেন্দ্র শিবাজি প্যাটেল জানিয়েছেন, ‘সরকার নিশ্চিত করবে যেন কোনো অপরাধী রেহাই না পায়। যেই দোষী প্রমাণিত হবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’