০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের টেটে ভুল প্রশ্নের অভিযোগ! কি জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 18

পুবের কলম ওয়েব ডেস্কঃ টানা পাঁচ বছর পর রাজ্যজুড়ে প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী প্রাথমিক টেট পরীক্ষায় বসেছিল। গত রবিবার সেই পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল বলে অভিযোগ তুলেছিলেন এক পরীক্ষার্থী। অবশেষ সেই প্রশ্ন ভুলের অভিযোগ নিয়ে নিজেদের বক্তব্য জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অ্যাড হক কমিটি সিদ্ধান্ত নিলে ওই প্রশ্নে প্রত্যেকে নম্বর পাবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

সোমবার এক সংবাদমাধ্যমকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল প্রাথমিক টেটের প্রশ্নপত্রে ভুলের বিষয়টি মেনে নেন। বলেন, ‘একটি সেটে ১০৪ নম্বর যে প্রশ্ন, তার কনটেন্টে কোনও ভুল নেই। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুই-ই ঠিক আছে। বাংলাতেও প্রশ্ন ঠিকই আছে।

 

তবে তার উত্তরের জন্য যে চারটি অপশন মার্ক অর্থাৎ এ, বি, সি, ডি থাকে, তাতে এ, সি, এ, সি হয়েছে। আমরা এই প্রশ্নের ব্যাপারে, যেসব পরীক্ষার্থী ০৪ডি সিরিজ পেয়েছেন, তাঁরা যাতে বঞ্চিত না হন সে ব্যাপারে অবহিত। পর্ষদ সে ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।’

 

উল্লেখ্য রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে শুভজিৎ দে নামের এক চাকরিপ্রার্থীর দাবি, টেট পরীক্ষার প্রশ্ন পত্রের ৪ডি সিরিজের প্রশ্নের ১০৪ নম্বর প্রশ্ন ভুল রয়েছে। পরীক্ষার্থীর এই দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায়।

 

অভিযোগ, টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের পাঁচটি সিরিজের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেগুলি যথাক্রমে ০১ এ, ০২ বি, ০৩ সি, ০৪ ডি, ০৫ ই।

 

০৪ ডি প্রশ্নপত্রে গণিত বিভাগে ১০৪ নং প্রশ্নে চারটি অপশন এ, বি, সি, ডি-এর পরিবর্তে এ, সি, এ, সি ছিল। বহরমপুরের বাসিন্দা শুভজিৎ দে’র প্রাথমিক টেটে পরীক্ষার আসন পড়েছিল ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে। রবিবার সেখানেই পরীক্ষা দেন ওই চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন ভুলের অভিযোগ করেন তিনি। এমনকি ওই প্রশ্নে পর্ষদের তরফে নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন ওই চাকরিপ্রার্থী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাথমিকের টেটে ভুল প্রশ্নের অভিযোগ! কি জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ টানা পাঁচ বছর পর রাজ্যজুড়ে প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী প্রাথমিক টেট পরীক্ষায় বসেছিল। গত রবিবার সেই পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল বলে অভিযোগ তুলেছিলেন এক পরীক্ষার্থী। অবশেষ সেই প্রশ্ন ভুলের অভিযোগ নিয়ে নিজেদের বক্তব্য জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অ্যাড হক কমিটি সিদ্ধান্ত নিলে ওই প্রশ্নে প্রত্যেকে নম্বর পাবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

সোমবার এক সংবাদমাধ্যমকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল প্রাথমিক টেটের প্রশ্নপত্রে ভুলের বিষয়টি মেনে নেন। বলেন, ‘একটি সেটে ১০৪ নম্বর যে প্রশ্ন, তার কনটেন্টে কোনও ভুল নেই। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুই-ই ঠিক আছে। বাংলাতেও প্রশ্ন ঠিকই আছে।

 

তবে তার উত্তরের জন্য যে চারটি অপশন মার্ক অর্থাৎ এ, বি, সি, ডি থাকে, তাতে এ, সি, এ, সি হয়েছে। আমরা এই প্রশ্নের ব্যাপারে, যেসব পরীক্ষার্থী ০৪ডি সিরিজ পেয়েছেন, তাঁরা যাতে বঞ্চিত না হন সে ব্যাপারে অবহিত। পর্ষদ সে ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।’

 

উল্লেখ্য রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে শুভজিৎ দে নামের এক চাকরিপ্রার্থীর দাবি, টেট পরীক্ষার প্রশ্ন পত্রের ৪ডি সিরিজের প্রশ্নের ১০৪ নম্বর প্রশ্ন ভুল রয়েছে। পরীক্ষার্থীর এই দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায়।

 

অভিযোগ, টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের পাঁচটি সিরিজের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেগুলি যথাক্রমে ০১ এ, ০২ বি, ০৩ সি, ০৪ ডি, ০৫ ই।

 

০৪ ডি প্রশ্নপত্রে গণিত বিভাগে ১০৪ নং প্রশ্নে চারটি অপশন এ, বি, সি, ডি-এর পরিবর্তে এ, সি, এ, সি ছিল। বহরমপুরের বাসিন্দা শুভজিৎ দে’র প্রাথমিক টেটে পরীক্ষার আসন পড়েছিল ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে। রবিবার সেখানেই পরীক্ষা দেন ওই চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন ভুলের অভিযোগ করেন তিনি। এমনকি ওই প্রশ্নে পর্ষদের তরফে নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন ওই চাকরিপ্রার্থী।