০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র, কেরলে, সতর্ক করা হল বেঙ্গালুরুকে 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২২, বুধবার
  • / 78

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্র ও কেরলে করোনা আতঙ্ক ক্রমশই ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রায় ৮০ শতাংশ বেড়েছে সংক্রমণ। বেঙ্গালুরুকে ও সতর্ক করা হয়েছে।  এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আগেই রাজ্যে মাস্ক পরার নির্দেশিকা দিয়েছে। মহারাষ্টেও মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

জেলাশাসকদের কাছেও মাস্ক পরার নির্দেশিকা জানিয়ে জনবহুল এলাকায় মাস্ক পরতে বলা হয়েছে। উদ্ধব সরকার জানিয়েছে সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, এ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। মৃত্যুর সংখ্যাও কম। অযথা আতঙ্কের প্রয়োজন নেই। পালঘর, থানে ও মুম্বইয়ে বিপুল সংক্রমণ ক্রমেই বাড়ছে। বুধবার পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ। মঙ্গলবার সেই বৃদ্ধির হার ছিল ৮৩ শতাংশ।

আরও পড়ুন: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো ব্যবহার সংস্থার

দেশে গত ২৪ ঘন্টায় সংক্রমণের কারণে ৭ জন মৃত্যু হয়েছে। নোভেল করোনাভাইরাসের ৫২৩৩ টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষায় কেন্দ্রের পক্ষপাত! বাংলা-কেরল-তামিলনাড়ু পেল না কিছুই 

বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় কোভিড মুক্ত হয়েছে ৩৩৪৫। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। মোট সুস্থ হয়েছে ৪,২৬,৩৬,৭১০। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৮,৮৭৫। গতকাল অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ২৬, ৯৭৬। গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮৮১।

আরও পড়ুন: বাংলার প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোই আমার লক্ষ্য: মুফতি আব্দুল মাতিন

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র, কেরলে, সতর্ক করা হল বেঙ্গালুরুকে 

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্র ও কেরলে করোনা আতঙ্ক ক্রমশই ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রায় ৮০ শতাংশ বেড়েছে সংক্রমণ। বেঙ্গালুরুকে ও সতর্ক করা হয়েছে।  এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আগেই রাজ্যে মাস্ক পরার নির্দেশিকা দিয়েছে। মহারাষ্টেও মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

জেলাশাসকদের কাছেও মাস্ক পরার নির্দেশিকা জানিয়ে জনবহুল এলাকায় মাস্ক পরতে বলা হয়েছে। উদ্ধব সরকার জানিয়েছে সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, এ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। মৃত্যুর সংখ্যাও কম। অযথা আতঙ্কের প্রয়োজন নেই। পালঘর, থানে ও মুম্বইয়ে বিপুল সংক্রমণ ক্রমেই বাড়ছে। বুধবার পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ। মঙ্গলবার সেই বৃদ্ধির হার ছিল ৮৩ শতাংশ।

আরও পড়ুন: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো ব্যবহার সংস্থার

দেশে গত ২৪ ঘন্টায় সংক্রমণের কারণে ৭ জন মৃত্যু হয়েছে। নোভেল করোনাভাইরাসের ৫২৩৩ টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষায় কেন্দ্রের পক্ষপাত! বাংলা-কেরল-তামিলনাড়ু পেল না কিছুই 

বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় কোভিড মুক্ত হয়েছে ৩৩৪৫। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। মোট সুস্থ হয়েছে ৪,২৬,৩৬,৭১০। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৮,৮৭৫। গতকাল অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ২৬, ৯৭৬। গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮৮১।

আরও পড়ুন: বাংলার প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোই আমার লক্ষ্য: মুফতি আব্দুল মাতিন