Breaking: লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী

- আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী। অসংসদীয় আচরণের অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হল প্রদেশ কংগ্রেস সভাপতি। অনস্থা প্রস্তাবের মোদির জবাবি ভাষণের পর বরখাস্ত করা হয়েছে কং নেতাকে। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রিভিলেজ কমিটিতে অধীর চৌধুরী সম্পর্কে রিপোর্ট পাঠানো হয়েছে। পালটা রিপোর্ট পাওয়া পর্যন্ত সংসদ থেকে সাসপেন্ড থাকবেন কংগ্রেস সাংসদ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পলাতক শিল্পপতি নীরব মোদির তুলনা টানার কারণেই এ দিন অধীরের বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি সাংসদরা৷ অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য প্রথম প্রস্তাব আনেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাস হয়৷ এর ফলে সাসপেন্ড হন অধীর৷