১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অযোধ্যা নিয়ে বই লেখার পরে সলমন খুরশিদের বাড়িতে আগুন

মাসুদ আলি
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার
  • / 127

পুবের কলম ওয়েবডেস্ক : ‘হিন্দুত্বের’ সঙ্গে জেহাদি মতাদর্শের তুলনা করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ  অযোধ্যা নিয়ে তাঁর বইতে ওই মন্তব্য করা হয়। বইটি প্রকাশিত হওয়ার পরে শুরু হয় বিতর্ক। সোমবার সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর চালায় একদল লোক। বাড়িতে আগুনও দেয় তারা।

 লেলিহান শিখায় তাঁর নৈনিতালের বাসভন জ্বলার কবি শেয়ার করেছেন স্বয়ং খুরশিদ। ভিডিওতে দেখা গিয়েছে জানলা দরজা পুড়ে ছাই। জানলার কাঁচ ঝনঝনিয়ে ভেঙে পড়ছে। আগুন নেভানোর জন্য দু’জনকে ছোটাছুটি করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

সলমন খুরশিদের বইয়ের নাম ‘সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস’। বিজেপির অভিযোগ, ওই বইতে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, হিন্দুধর্ম আর হিন্দুত্ব একই জিনিস নয়। এরপরে বিজেপি মন্তব্য করে, রাহুল হিন্দুধর্মকে ঘৃণা করেন। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, খুরশিদ হিন্দুত্বের সঙ্গে জেহাদিদের তুলনা করে বাড়াবাড়ি করেছেন। তাঁর কথায়, “আমরা হিন্দুত্বের রাজনীতির সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তাদের সঙ্গে আইসিস বা জেহাদি ইসলামের তুলনা করা বাড়াবাড়ি।”

আরও পড়ুন: মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র‍্যালি কংগ্রেসের

খুরশিদ তাঁর বইতে লিখেছিলেন, সন্ত আর মহাত্মাদের জন্য প্রসিদ্ধ সনাতন হিন্দুধর্মকে ঠেলে সরিয়ে এখন উগ্রবাদী  চিন্তাধারা নিয়ে আসা হচ্ছে। যার সঙ্গে মিল রয়েছে আইএস, বোকো হারামের মত সংগঠনগুলির।  ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানান ডিজিআই(কুমায়ুন) নীলেশ আনন্দ। তিনি বলেন, রাকেশ কপিল এবং আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবর অনুযায়ী, কয়েকজন মানুষ আজ খুরশিদের বাড়ির বাইরে স্লোগান ও পতাকা উত্তোলন করে। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর টুইটে লিখেছেন, “এটি অসম্মানজনক। সলমন খুরশিদ একজন রাষ্ট্রনায়ক যিনি আন্তর্জাতিক ফোরামে ভারতকে গর্বিত করেছেন এবং সর্বদা অভ্যন্তরীণভাবে দেশের একটি মধ্যপন্থী, কেন্দ্রবাদী, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতার ক্রমবর্ধমান মাত্রাকে যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের নিন্দা করা উচিত।”

‘সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস’ বইটির জন্য কেন্দ্রীয় মন্ত্রী সহ গেরুয়া শিবিরের একাধিক রাজনৈতিক নেতা খুরশিদের নিন্দা করেছেন। দিল্লির দুই আইনজীবী বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে খুরশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অ্যাডভোকেট বিবেক গর্গ তাঁর অভিযোগে খুরশিদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন।

 গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাটের নির্বাচনের কথা মাথায় রেখেই নয়া ছক  বানাচ্ছে গেরুয়াপন্থীরা। আতংক ও হিংসার পরিবেশ থেকে সবথেকে বেশি কোন দল ফায়দা তোলে তা জানতে বাকি নেই কারও।  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অযোধ্যা নিয়ে বই লেখার পরে সলমন খুরশিদের বাড়িতে আগুন

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ‘হিন্দুত্বের’ সঙ্গে জেহাদি মতাদর্শের তুলনা করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ  অযোধ্যা নিয়ে তাঁর বইতে ওই মন্তব্য করা হয়। বইটি প্রকাশিত হওয়ার পরে শুরু হয় বিতর্ক। সোমবার সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর চালায় একদল লোক। বাড়িতে আগুনও দেয় তারা।

 লেলিহান শিখায় তাঁর নৈনিতালের বাসভন জ্বলার কবি শেয়ার করেছেন স্বয়ং খুরশিদ। ভিডিওতে দেখা গিয়েছে জানলা দরজা পুড়ে ছাই। জানলার কাঁচ ঝনঝনিয়ে ভেঙে পড়ছে। আগুন নেভানোর জন্য দু’জনকে ছোটাছুটি করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

সলমন খুরশিদের বইয়ের নাম ‘সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস’। বিজেপির অভিযোগ, ওই বইতে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, হিন্দুধর্ম আর হিন্দুত্ব একই জিনিস নয়। এরপরে বিজেপি মন্তব্য করে, রাহুল হিন্দুধর্মকে ঘৃণা করেন। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, খুরশিদ হিন্দুত্বের সঙ্গে জেহাদিদের তুলনা করে বাড়াবাড়ি করেছেন। তাঁর কথায়, “আমরা হিন্দুত্বের রাজনীতির সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তাদের সঙ্গে আইসিস বা জেহাদি ইসলামের তুলনা করা বাড়াবাড়ি।”

আরও পড়ুন: মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র‍্যালি কংগ্রেসের

খুরশিদ তাঁর বইতে লিখেছিলেন, সন্ত আর মহাত্মাদের জন্য প্রসিদ্ধ সনাতন হিন্দুধর্মকে ঠেলে সরিয়ে এখন উগ্রবাদী  চিন্তাধারা নিয়ে আসা হচ্ছে। যার সঙ্গে মিল রয়েছে আইএস, বোকো হারামের মত সংগঠনগুলির।  ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানান ডিজিআই(কুমায়ুন) নীলেশ আনন্দ। তিনি বলেন, রাকেশ কপিল এবং আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবর অনুযায়ী, কয়েকজন মানুষ আজ খুরশিদের বাড়ির বাইরে স্লোগান ও পতাকা উত্তোলন করে। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর টুইটে লিখেছেন, “এটি অসম্মানজনক। সলমন খুরশিদ একজন রাষ্ট্রনায়ক যিনি আন্তর্জাতিক ফোরামে ভারতকে গর্বিত করেছেন এবং সর্বদা অভ্যন্তরীণভাবে দেশের একটি মধ্যপন্থী, কেন্দ্রবাদী, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতার ক্রমবর্ধমান মাত্রাকে যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের নিন্দা করা উচিত।”

‘সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস’ বইটির জন্য কেন্দ্রীয় মন্ত্রী সহ গেরুয়া শিবিরের একাধিক রাজনৈতিক নেতা খুরশিদের নিন্দা করেছেন। দিল্লির দুই আইনজীবী বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে খুরশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অ্যাডভোকেট বিবেক গর্গ তাঁর অভিযোগে খুরশিদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন।

 গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাটের নির্বাচনের কথা মাথায় রেখেই নয়া ছক  বানাচ্ছে গেরুয়াপন্থীরা। আতংক ও হিংসার পরিবেশ থেকে সবথেকে বেশি কোন দল ফায়দা তোলে তা জানতে বাকি নেই কারও।