১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী বন্ড : এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

পুবের কলম ওয়েব ডেস্ক: গত কয়েক বছরে কাদের কেনা নির্বাচনী বন্ড কোন দল পেয়েছে, তার তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। গত মাসে নির্বাচনী বন্ড বাতিল করার সময় সুপ্রিম বিচারপতি বলেন, ৬ মার্চের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে এসবিআইকে। কিন্তু বির্বাচনী বন্ডের তালিকা বের করা খুব জটিল কাজ, এই অজুহাত দেখিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সময় চাইছে এসবিআই। আসলে এসবিআই জানে, লোকসভা নির্বাচনের আগে ওই তালিকা প্রকাশ পেলে মুখোশ খুলে যাবে বহু ব্যবসায়ী ও রাজনৈতিক দলগুলির। সেই কারণেই লোকসভার বৈতরনী পেরোনোর পর সেটা প্রকাশ করতে চেয়ে গত ৪ মার্চ সুপ্রিম কোর্টে ফের আবেদন জানায় এসবিআই। আদালত ৬ তারিখ তালিকা প্রকাশের নির্দেশ দিলেও তা পালন করেনি এসবিআই। এই কারণে এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে এডিআর নামে একটি এনজিও। দেশের গণতন্ত্র রক্ষায় বিভিন্ন ধরণের সাহসী পদক্ষেপ নেয় এই সংস্থা। বৃহস্পতিবার এডিআর এর পক্ষ থেকে প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে মামলাটি পেশ করেন প্রশান্ত ভূষণ। প্রধানবিচারপতি বলেন, ই মেইল করার জন্যে। তারপরই তিনি মামলাটি লিস্টিং এর নির্দেশ দেবেন।

প্রশান্ত ভূষণ জানান, বাড়তি সময় চেয়ে এসবিআই যে আবেদন করেছে, সেই মামলার লিস্টিং হয়েছে আগামী ১১ মার্চ। ওই দিনই এডিআর এর মামলাটি লিস্টিং করলে সুবিধা হয়।

আরও পড়ুন: বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে: এসআইআর নিয়ে কমিশনকে বিঁধলেন অখিলেশ

নির্বাচনী বন্ডের তথ্য দেশবাসীর সামনে আসুক তা চাইছে না বিজেপি। শুধু বিজেপি নয়, যে দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা পেয়েছে, তারা কেউই আসলে চাইছে না লোকসভার আগে এই গোপন নথি প্রকাশ্যে আসুক। অভিযোগ, রাজনৈতিক দলগুলির এই চাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে এসবিআই।

আরও পড়ুন: SIR-এ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ২০১০ সালের পরের OBC সার্টিফিকেট গ্রাহ্য নয়

 

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী বন্ড : এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আপডেট : ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গত কয়েক বছরে কাদের কেনা নির্বাচনী বন্ড কোন দল পেয়েছে, তার তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। গত মাসে নির্বাচনী বন্ড বাতিল করার সময় সুপ্রিম বিচারপতি বলেন, ৬ মার্চের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে এসবিআইকে। কিন্তু বির্বাচনী বন্ডের তালিকা বের করা খুব জটিল কাজ, এই অজুহাত দেখিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সময় চাইছে এসবিআই। আসলে এসবিআই জানে, লোকসভা নির্বাচনের আগে ওই তালিকা প্রকাশ পেলে মুখোশ খুলে যাবে বহু ব্যবসায়ী ও রাজনৈতিক দলগুলির। সেই কারণেই লোকসভার বৈতরনী পেরোনোর পর সেটা প্রকাশ করতে চেয়ে গত ৪ মার্চ সুপ্রিম কোর্টে ফের আবেদন জানায় এসবিআই। আদালত ৬ তারিখ তালিকা প্রকাশের নির্দেশ দিলেও তা পালন করেনি এসবিআই। এই কারণে এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে এডিআর নামে একটি এনজিও। দেশের গণতন্ত্র রক্ষায় বিভিন্ন ধরণের সাহসী পদক্ষেপ নেয় এই সংস্থা। বৃহস্পতিবার এডিআর এর পক্ষ থেকে প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে মামলাটি পেশ করেন প্রশান্ত ভূষণ। প্রধানবিচারপতি বলেন, ই মেইল করার জন্যে। তারপরই তিনি মামলাটি লিস্টিং এর নির্দেশ দেবেন।

প্রশান্ত ভূষণ জানান, বাড়তি সময় চেয়ে এসবিআই যে আবেদন করেছে, সেই মামলার লিস্টিং হয়েছে আগামী ১১ মার্চ। ওই দিনই এডিআর এর মামলাটি লিস্টিং করলে সুবিধা হয়।

আরও পড়ুন: বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে: এসআইআর নিয়ে কমিশনকে বিঁধলেন অখিলেশ

নির্বাচনী বন্ডের তথ্য দেশবাসীর সামনে আসুক তা চাইছে না বিজেপি। শুধু বিজেপি নয়, যে দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা পেয়েছে, তারা কেউই আসলে চাইছে না লোকসভার আগে এই গোপন নথি প্রকাশ্যে আসুক। অভিযোগ, রাজনৈতিক দলগুলির এই চাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে এসবিআই।

আরও পড়ুন: SIR-এ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ২০১০ সালের পরের OBC সার্টিফিকেট গ্রাহ্য নয়

 

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের