০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব পরা বালিকার সঙ্গে রাহুলের ছবিতে বিতর্ক, বিজেপির মুখপাত্রকে জবাব কংগ্রেসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 95

পুবের কলম, ওয়েবডেস্কঃ ‘ভারত জোড়ো যাত্রা’র কর্মসূচিতে এক হিজাব পরিহিতা মুসলিম নাবালিকার সঙ্গে  হাঁটলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই ছবি ঘিরেও কটাক্ষ করে টুইট করলেন বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র তাঁকে পালটা দিল কংগ্রেসও। সম্বিৎ তাঁর টুইটার হ্যান্ডলে রাহুলের ছবিটি শেয়ার করে লেখেন, ‘যখন ধর্মের ভিত্তিতে ভোটের  ‘হিসেব’করা হয়… তখন সেটাকে তোষণই বলে।

এক মুসলিম মেয়ের পাশে হেঁটে আসলে মুসলিম ভোটব্যাংককেই মজবুত করতে চাইছেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

বিজেপির এই সমালোচনার জবাব দিয়েছে কংগ্রেস। তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর, যিনি কংগ্রেসের সভাপতি পদের অন্যতম দাবিদার তিনি রাহুলের এই ছবিটির প্রশংসা করে দাবি করেছেন, একটি শিশুর প্রতি রাহুলের এহেন আচরণ খুবই সুন্দর। টুইটারে বিজেপির প্রতি ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘মেয়েটি ছোট্ট। এবং ভোট ব্যাংকের অংশ হতে ওর ঢের দেরি। দয়া করে ওকে আপনার সংকীর্ণ মানসিকতা থেকে রেহাই দিন। রাহুল যা করেছেন, সেটা একটা শিশুর প্রতি সরল আচরণ। মানুষের বিশ্বাসকে পেরিয়ে তাঁকে দেখতে শিখুক বিজেপি। আমরা সেটাই করি।’

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

দেশের ১২টি রাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’ করছে কংগ্রেস। কয়েকদিন আগেই রাহুল বলেছিলেন, এই যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

নিজেকে ও  এই ‘সুন্দর’দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য। আর তারই প্রতিফলন যেন দেখা গেল নতুন ছবিটিতে।

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ তিরস্কারের সুরে সম্বিত পাত্রের উদ্দেশে বলেন, আমি আমার সারা জীবনে আপনার মতো এত হীন মানসিকতার লোক দেখিনি। আপনি একটি শিশুকে অন্তত রেহাই দিন। ভারত জোড়ো যাত্রায় বিপুল জনতার ভিড় দেখে আপনাদের মাথা ঘুরে গিয়েছে বুঝতে পারছি। তাই ঘৃণার রাজনীতিতে আপনি নিমজ্জিত হয়েছেন। জয়রাম রমেশ আবার তা রি-টুইট করেছেন।

কংগ্রেসে নেতা পবন খেরা জানিয়েছেন, পোশাকের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে যাঁরা তাঁরা কখনও দেশভক্ত হতে পারেন না, তাঁরা আসলে মোদি-ভক্ত। আমরা এতদিনে ভারতের বিভাজকদের খুঁজে পেয়েছি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদব রাহুল গান্ধির নেতৃত্বাধীন যাত্রার একটি কোলাজ পোস্ট করেছেন। লিখেছেন দুর্বল দৃষ্টিশক্তিসম্পন্ন লোকেরা আরও ভালো করে দেখতে চশমা করুন। উল্লেখ্য কন্যাকুমারী থেকে রাহুল গান্ধি তাঁর ১৫০ দিনের ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাব পরা বালিকার সঙ্গে রাহুলের ছবিতে বিতর্ক, বিজেপির মুখপাত্রকে জবাব কংগ্রেসের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ‘ভারত জোড়ো যাত্রা’র কর্মসূচিতে এক হিজাব পরিহিতা মুসলিম নাবালিকার সঙ্গে  হাঁটলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই ছবি ঘিরেও কটাক্ষ করে টুইট করলেন বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র তাঁকে পালটা দিল কংগ্রেসও। সম্বিৎ তাঁর টুইটার হ্যান্ডলে রাহুলের ছবিটি শেয়ার করে লেখেন, ‘যখন ধর্মের ভিত্তিতে ভোটের  ‘হিসেব’করা হয়… তখন সেটাকে তোষণই বলে।

এক মুসলিম মেয়ের পাশে হেঁটে আসলে মুসলিম ভোটব্যাংককেই মজবুত করতে চাইছেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

বিজেপির এই সমালোচনার জবাব দিয়েছে কংগ্রেস। তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর, যিনি কংগ্রেসের সভাপতি পদের অন্যতম দাবিদার তিনি রাহুলের এই ছবিটির প্রশংসা করে দাবি করেছেন, একটি শিশুর প্রতি রাহুলের এহেন আচরণ খুবই সুন্দর। টুইটারে বিজেপির প্রতি ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘মেয়েটি ছোট্ট। এবং ভোট ব্যাংকের অংশ হতে ওর ঢের দেরি। দয়া করে ওকে আপনার সংকীর্ণ মানসিকতা থেকে রেহাই দিন। রাহুল যা করেছেন, সেটা একটা শিশুর প্রতি সরল আচরণ। মানুষের বিশ্বাসকে পেরিয়ে তাঁকে দেখতে শিখুক বিজেপি। আমরা সেটাই করি।’

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

দেশের ১২টি রাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’ করছে কংগ্রেস। কয়েকদিন আগেই রাহুল বলেছিলেন, এই যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

নিজেকে ও  এই ‘সুন্দর’দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য। আর তারই প্রতিফলন যেন দেখা গেল নতুন ছবিটিতে।

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ তিরস্কারের সুরে সম্বিত পাত্রের উদ্দেশে বলেন, আমি আমার সারা জীবনে আপনার মতো এত হীন মানসিকতার লোক দেখিনি। আপনি একটি শিশুকে অন্তত রেহাই দিন। ভারত জোড়ো যাত্রায় বিপুল জনতার ভিড় দেখে আপনাদের মাথা ঘুরে গিয়েছে বুঝতে পারছি। তাই ঘৃণার রাজনীতিতে আপনি নিমজ্জিত হয়েছেন। জয়রাম রমেশ আবার তা রি-টুইট করেছেন।

কংগ্রেসে নেতা পবন খেরা জানিয়েছেন, পোশাকের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে যাঁরা তাঁরা কখনও দেশভক্ত হতে পারেন না, তাঁরা আসলে মোদি-ভক্ত। আমরা এতদিনে ভারতের বিভাজকদের খুঁজে পেয়েছি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদব রাহুল গান্ধির নেতৃত্বাধীন যাত্রার একটি কোলাজ পোস্ট করেছেন। লিখেছেন দুর্বল দৃষ্টিশক্তিসম্পন্ন লোকেরা আরও ভালো করে দেখতে চশমা করুন। উল্লেখ্য কন্যাকুমারী থেকে রাহুল গান্ধি তাঁর ১৫০ দিনের ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন।