২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে বাড়ছে করোনা সংক্রমণ! নিয়ন্ত্রণ করতে ৬ রাজ্যকে চিঠি কেন্দ্রের

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 235

REPRESENTATIVE IMAGE

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে  ক্রমে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। এই আবহে দেশের ছয় রাজ্যে চিঠি পাঠিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। ছয় রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গনা, তামিলনাডু, কেরল এবং কর্নাটক।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে এই রাজ্যগুলির প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকা দেওয়ার উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কড়া নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

সংক্রমণ রোধ করতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে করোনার পরীক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে। সংক্রমণ প্রতিরোধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পন্থা গ্রহণ করা উচিত।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে প্রকাশিত হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে এক দিনে ৭০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬২৩। গত বছর নভেম্বর মাসের পর আবারও দৈনিক সংক্রমণের হার সর্বাধিক। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা মোট সংক্রমণের ০.০১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ৩৮৮ জন। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০২৬।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশে বাড়ছে করোনা সংক্রমণ! নিয়ন্ত্রণ করতে ৬ রাজ্যকে চিঠি কেন্দ্রের

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে  ক্রমে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। এই আবহে দেশের ছয় রাজ্যে চিঠি পাঠিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। ছয় রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গনা, তামিলনাডু, কেরল এবং কর্নাটক।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে এই রাজ্যগুলির প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকা দেওয়ার উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কড়া নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

সংক্রমণ রোধ করতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে করোনার পরীক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে। সংক্রমণ প্রতিরোধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পন্থা গ্রহণ করা উচিত।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে প্রকাশিত হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে এক দিনে ৭০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬২৩। গত বছর নভেম্বর মাসের পর আবারও দৈনিক সংক্রমণের হার সর্বাধিক। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা মোট সংক্রমণের ০.০১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ৩৮৮ জন। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০২৬।